প্রতিবাদের মুখে আর্ট কলেজের আপত্তিকর সরস্বতী বিসর্জন, ঘট পূজায় সম্পন্ন আরাধনা

আর্ট কলেজে বিকৃত সরস্বতী প্রতিমা, পূজায় বাঁধা বজরং দলের

Feb 15, 2024 - 04:59
 0  55
প্রতিবাদের মুখে আর্ট কলেজের আপত্তিকর সরস্বতী বিসর্জন, ঘট পূজায় সম্পন্ন আরাধনা
তীব্র প্রতিবাদের মুখে আর্ট কলেজের আপত্তিকর সরস্বতী প্রতিমা পুজার আগেই বিসর্জন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- গভরমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফটে দেবী সরস্বতীর আপত্তিকর রূপে তৈরি প্রতিমা পূজায় বাধা দিল বজরং দল। তাঁদের বাঁধার মুখে এই প্রতিমা নিরঞ্জন করে ঘট পূজার মধ্য দিয়ে সম্পন্ন হল সরস্বতী পূজা। প্রশ্ন উঠছে শৈল্পিক চিন্তাভাবনার নামে এই ধরনের আপত্তিকর প্রতিমা তৈরি মানুষের ধর্মীয় ভাবাবেগে উস্কানি দেওয়ার অভিসন্ধি নয়তো?

                         বাগদ্বীপীর আরাধনাকে কেন্দ্র করে আর্ট এন্ড ক্রাফট কলেজে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কয়েক মাস আগে থেকেই। বিশেষভাবে প্রতিমা তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষার্থীদের চিন্তাভাবনা থাকে। সমস্যার সূচনা হয় কলেজে সরস্বতী পূজার নিমন্ত্রণ পত্র বিলির সময় থেকেই। অভিযোগ নিমন্ত্রণ পত্রে সরস্বতীর যে ছবি দেওয়া হয়েছে তা অত্যন্ত আপত্তিকর ছিল। কিন্তু এই পর্যন্ত বিষয়টি মানিয়ে নিলেও পূজা শুরু হওয়ার পর প্রতিমার রূপ দেখে হতবক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। অনেকটা বলিউডের নায়িকাদের রূপে তৈরি করা হয়েছিল সরস্বতী প্রতিমাকে। কলেজে গিয়ে তীব্র আপত্তি জানায় এবিভিপি। তার পরই কলেজে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। তাঁরা দাবি জানায় এই আপত্তিকর রূপের প্রতিমা বিসর্জন করার জন্য। সেই মোতাবেক এই প্রতিমা বিসর্জন করে ঘট পূজার মাধ্যমে সম্পন্ন হয় সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের রুচিহীন ধর্মীয় কার্যকলাপকে কেন্দ্র করে সমালোচনায় স্বরূপ হয়েছেন সকল স্তরের মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow