রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, নেশা ও নাবালিকা বিয়ে রোধের আহ্বান রাজ্যপালের

রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি স্তরে পালিত স্বাধীনতা দিবস।

Aug 16, 2024 - 02:29
Aug 16, 2024 - 04:24
 0  10
রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, নেশা ও নাবালিকা বিয়ে রোধের আহ্বান রাজ্যপালের

দ্যা ফ্যাক্ট:- দেশের ৭৮তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল গোটা রাজ্যে। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।

গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন জেলা মহকুমা এবং ব্লক স্তরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে বৃহস্পতিবার। আসাম রাইফেলস ময়দানে মূল অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী এবং এনসিসির তরফে পরেড অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেছে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে। 

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গান্ধীঘাটে, লিচু বাগানে এলবার্ট এক্কা পার্কে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এদিন রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে নেশা এবং নাবালিকা বিয়ে রোধ করার জন্য জনসাধারণের প্রতি আহবান করেছেন। সন্ধ্যায় রাজভবনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান। 

মোহনপুর মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস পালিত হয়েছে মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। রাজ্য মন্ত্রী বৃষকেতু দেববর্মা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের সূচনা করেছেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তুলেছে স্বাধীনতা দিবস উদযাপনের মাঠ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow