ত্রিপুরাইনফোর কুইজ ১০ই নভেম্বর, নাম নথিভুক্ত হবে অফলাইনেও
ত্রিপুরাইনফো আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১০ ই নভেম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা ইনফো আয়োজিত ১৯তম মেগা কুইজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ই নভেম্বর। অন্যান্য বছরের মতো এই বছরও কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আয়োজকদের তরফে। বুধবার আয়োজকদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারনেট সমস্যার কারণে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বহু প্রতিযোগী নাম নথিভুক্ত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই অনলাইনের পাশাপাশি ত্রিপুরা ইনফো ডটকম-এর লিচুবাগান ও পোস্ট অফিস চৌমুহনীর অফিসে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে ২০ টাকার বিনিময়ে অফলাইনে নাম নথিভুক্ত করা যাবে। এই প্রক্রিয়া আগামী ৯ই নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে। পাশাপাশি এই বিবৃতিতে আরও বলা হয়েছে, কুইজের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। আগামী ১০ই নভেম্বর সকাল সাড়ে দশটায় স্ক্রুটিনি শুরু হবে বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।
What's Your Reaction?