সৈকত তলাপাত্র পুনরায় পুলিশ রিমান্ড ও জেল হাজতে, সহযোগী আইনজীবীর জামিনের আবেদনে হয়নি শুনানি

সৈক তলাপাত্রের বিরুদ্ধে আরও পৃথক ২ টি মামলায় পুলিশের রিমান্ড ও জেল হাজতের আবেদনে সাড়া দিল আদালত

Oct 17, 2023 - 03:42
Oct 17, 2023 - 03:51
 0  76
সৈকত তলাপাত্র পুনরায় পুলিশ রিমান্ড ও জেল হাজতে, সহযোগী আইনজীবীর জামিনের আবেদনে হয়নি শুনানি
ফাইল ছবি

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-সৈকত তলাপাত্রকে পুলিশ রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা হলে পুনরায় তাকে পৃথক দুটি মামলায় পুলিশ সীমান্ত এবং জেল হাজতে পাঠায় আদালত। অন্যদিকে সৈকত তলাপাত্রের সহযোগী হিসেবে পরিচিত আইনজীবী রঘুনাথ মুখার্জির বিরুদ্ধে দায়ের করা পূজা রায়ের মামলায় রঘুনাথ মুখার্জির জামিনের আবেদনের উপর আগামী ১৮ তারিখ শুনানির দিন ধার্য করেছে বিচারপতি।

                 সাংবাদিকতার আড়ালে বিভিন্ন মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো এবং ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত সৈকতলা পাত্রের পাশাপাশি আইনজীবী রঘুনাথ মুখার্জির নামে দায়ের করা মামলায় আদাল চত্বরে সরকারি আইনজীবীদের তৎপরতা। সোমবার ৭ দিনের পুলিশ রিমান্ড শেষে সৈকতলা পাত্রকে তোলা হয় আদালতে। এই দিন ক্রাইম ব্রাঞ্চের ২০২১ সালের একটি মামলায় ১৪ দিনের জেল হাজত এবং পশ্চিম মহিলা থানার এক মামলায় ৫ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয় সৈকতকে। পাশাপাশি সৈকত তলাপাত্রের ঘনিষ্ঠ এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আইনজীবী রঘুনাথ মুখার্জির বিরুদ্ধে পূজা রায় নামে এক যুবতীর দায়ের করা মামলায় আগাম জামিন চেয়েছিলেন রঘুনাথ মুখার্জি। আদালতে সোমবার রঘুনাথ মুখার্জির এই আগাম জামিনের আবেদনের ওপর কোন রায় দেওয়া হয়নি। আগামী ১৮ তারিখ এই বিষয়ের উপর হেয়ারিং হবে বলে জানিয়ে দেন বিচারক। পাশাপাশি এই সময়ের মধ্যে পুলিশ যাতে রঘুনাথ মুখার্জিকে গ্রেফতার না করতে পারে তারও আবেদন জানানো হয়েছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। অর্থাৎ সৈকতলা পাত্র পুলিশ হাজতে থাকার পাশাপাশি আইনজীবী রঘুনাথ মুখার্জিরও পুলিশ হাজতে রাত কাটানো সম্ভাবনা রয়েই গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow