বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা বিশাল গাঁজা বাগান শিক্ষার্থীদের বিনোদনের মূল কেন্দ্রবিন্দু

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে বড় হচ্ছে বিস্তীর্ণ গাঁজা ক্ষেত

Dec 10, 2023 - 03:27
 0  101
বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা বিশাল গাঁজা বাগান শিক্ষার্থীদের বিনোদনের মূল কেন্দ্রবিন্দু
নোয়াগাঁও জেবি স্কুল লাগুয়া অবাধ গাঁজা চাষ দখ। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :- গাঁজা চাষীদের বদান্যতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাঁজা চাষের প্রশিক্ষণ নিচ্ছে হাতে কলমে। বিদ্যালয়ের পাশেই গড়ে ওঠা প্রায় ২০ কানি গাঁজা বাগান।যা শিক্ষার্থীদের বিনোদনের মূল কেন্দ্রবিন্দু। ঘটনা সিধাই থানাধীন নোয়াগাঁও জেবি স্কুলে। বিদ্যালয়ের পাশের এই গাঁজা বাগানকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ঝাড়লেন অভিভাবকরা।

             মোহনপুরের মণিপুরী চৌমুনী থেকে বড়কাঠাল যাওয়ার পথে নোয়াগাঁ জেবি স্কুল। এলাকার কচিকাঁচারা প্রতিদিন এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসে। আশ্চর্যের বিষয় হল এই বিদ্যালয়ে আসার জন্য গ্রামের ছেলে মেয়েরা গাঁজা বাগানের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এছাড়া বিদ্যালয়ের জালনা দিয়ে উঁকি দিলেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ ভূমিতে গাঁজা বাগান। এই এলাকাতে প্রায় ২০ কানি জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল গাঁজা বাগান।শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই বিশাল গাঁজা বাগান তৈরির ক্ষেত্রে পুলিশ প্রশাসন একেবারে কিছু জানেনা তা হজম হচ্ছে না স্থানীয়দের। প্রতিদিন শত শত মানুষ এই কাজাবাগান চাক্ষুষ করছেন। একমাত্র নজরে আসছে না পুলিশের। শিক্ষাঙ্গনের পাশে এই গাঁজা বাগান তৈরিকে কেন্দ্র করে চরম ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের ছেলেমেয়েদের পড়াশুনা করতে পাঠানো হলে ছেলে মেয়েরা ধীরে ধীরে গাঁজা চাষের প্রতি নরম মনোভাব পোষণ করতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নেশা কারবারীদের বিরুদ্ধে যে কড়া অনুভব পোষণ করেছেন তাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে এই এলাকাতে গড়ে তোলা হয়েছে গাঁজা বাগান। এছাড়াও সুবল সিং, ভারত চৌধুরীপাড়া, লেংটাবাড়ি, সিমনা, এসরায়, বরকাঁঠাল সহ বিশাল এলাকা জুড়ে রয়েছে ব্যাপক সংখ্যক গাঁজা বাগান। এলাকাবাসীর দাবি মুখ্যমন্ত্রী এই এলাকার গাঁজা বাগান গুলো ধ্বংস করার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow