মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন কৃষিমন্ত্রী

মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অন্বেষণ ২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে কামাল ঘাটে। মঙ্গলবার এর সূচনা করেছেন মন্ত্রী রতন লাল নাথ।

Feb 18, 2025 - 22:28
 0  25
মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন কৃষিমন্ত্রী
কামালঘাটে ক্রিয়া প্রতিযোগিতা অন্বেষণের সূচনা করলেন মন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অন্বেষণ ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এতে মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাগ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

                    মোহনপুর মহকুমার হেজামারা ব্লক, লেফুঙ্গা ব্লক, মোহনপুর ব্লক, বামুটিয়া ব্লক এবং মোহনপুর পুর পরিষদ এলাকার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই খেলা। বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। এদিন মন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এখান থেকে যে সমস্ত খেলোয়ারা সিলেকশন পাবে তারা জেলাস্তরে, রাজ্য স্তরে খেলায় অংশ নেবে। এইভাবে সমস্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড়রা উঠে আসার পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী। পাশাপাশি এদিন অভিভাবকদের প্রতিমন্ত্রী আহবান রাখেন ছেলেমেয়েদের শুধুমাত্র লেখাপড়ার জন্য চাপ সৃষ্টি করলেই হবে না। তাদেরকে পর্যাপ্ত খেলাধুলা এবং শরীরচর্চার সুযোগ এবং সময় দিতে হবে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow