বাজারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখতে বসবে সোলার প্রজেক্ট, জমি পরিদর্শন করলেন মন্ত্রী

লেফুঙ্গা ব্লকের বিভিন্ন বাজারে সোলার প্রজেক্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার এই প্রকল্প বাস্তবায়ন করতে জমি পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ।

Feb 19, 2025 - 23:37
Feb 19, 2025 - 23:47
 0  13
বাজারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখতে বসবে সোলার প্রজেক্ট, জমি পরিদর্শন করলেন মন্ত্রী
নিজ বিধানসভা বিভিন্ন বাজারে সোলার প্রকল্প স্থাপন করতে জমির পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- লেফুঙ্গা ব্লক এলাকার বাজার গুলোতে সোলার পরিষেবা শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা জারি রাখতে স্থাপন করা হবে অত্যাধুনিক সোলার প্রকল্প। বুধবার এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জমি পরিদর্শন করলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।

                     লেফুঙ্গা ব্লকের অন্তর্গত লেফুঙ্গা বাজার, অভিচরণবাজার, নতুন বাজার সহ অন্যান্য বাজারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ জারি রাখার উদ্দেশ্যে সোলার প্রকল্প স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন এলাকার সমস্ত অংশের গ্রাহক এবং ব্যবসায়ীদের সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প স্থাপন হলে রাতের আঁধারে বিদ্যুৎ চলে গেলেও বিভিন্ন বাজারগুলোতে বিদ্যুৎ পরিষেবা জারি থাকবে। যার ফলে বাজারগুলোতে ব্যবসা-বাণিজ্য ভালো হবার পাশাপাশি গ্রাহকদের যাতায়াতেও অনেকটাই সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী। এদিন জমি পরিদর্শন কালে মন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow