মদ্যপান করতে গিয়ে ৪ দিনেও বাড়ি ফিরলেন না বামুটিয়ার কাছারি টিলার শ্রীধর

দ্যা ফ্যাক্ট :- মদ্যপান করতে গিয়ে বিগত চার দিন অতিবাহিত হলেও বাড়িতে ফিরে এলেন না বামুটিয়ার কাছারিটিলা গ্রামের শ্রীধর সরকার। অবশেষে পুলিশের শরণাপন্ন হলো পরিবার। যেখানে মদ্যপানের জন্য গিয়েছিল শ্রীধর সেই মদ বিক্রেতা এবং শ্রীধরের মদ্যপানের সাথীর কথায় রয়েছে গরমিল। পরিবার চাইছে পুলিশের সঠিক হস্তক্ষেপ।
গত বুধবার বিকেলে বাড়ি থেকে গোছামুড়া গ্রামে মদ্যপানের জন্য গিয়েছিল শ্রীধর সরকার। উনার সাথে গিয়েছিল উনার প্রতিবেশী বিষ্ণু কন্দ। রাতে বিষ্ণু কন্দ বাড়িতে ফিরে এলেও ফিরে আসেনি শ্রীধর। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীধরের মেয়ে জানায় গুছামুড়া গ্রামের শ্রীদাম তান্তীর বাড়িতে তার বাবা মদ্যপান করতে গিয়েছিল। সেখানে খোঁজাখুঁজি করেও উনার কোন হদিস পাওয়া যায়নি। অন্যদিকে তিনি যার সাথে গিয়েছিলেন তিনি এসে জানিয়েছেন শ্রীধর বাইকে করে অন্যের সাথে চলে গেছে। অথচ গোছামোড়া গ্রামে শ্রীদাম তাঁতীর বাড়িতে এদিন শ্রীধর মদ্যপান করেনি বলে জানিয়েছেন শ্রীদামের স্ত্রী ফুলমতি তাঁতি। যদিও শ্রীধর এদিন উনার বাড়িতে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শ্রীধরের সাথী বিশু কন্দ জানায় শ্রীধর বুধবার শ্রীদামের বাড়িতেই মদ্যপান করে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই পরিবারের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। পুলিশে মিসিং ডায়েরি করা হলেও খবর করা পর্যন্ত কোনো সাফল্য পাইনি পুলিশ।
What's Your Reaction?






