বামুটিয়ার কাছারিটিলায় নিখোঁজ হবার ৫ দিনের মাথায় উদ্ধার মৃতদেহ

গত বুধবার থেকে নিখোঁজ হওয়ার পর পচা গলা দেহ উদ্ধার হল এক ব্যক্তির। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাছারি টিলা গ্রামে। মৃত ব্যক্তির নাম শ্রীধর সরকার (৬৬)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

Jul 13, 2025 - 23:13
Jul 13, 2025 - 23:47
 0  62
বামুটিয়ার কাছারিটিলায় নিখোঁজ হবার ৫ দিনের মাথায় উদ্ধার মৃতদেহ
বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত লৌহড় নদী থেকে উদ্ধার শ্রীধর সরকার নামে এক ব্যক্তির দেহ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নিখোঁজ হবার পাঁচ দিনের মাথায় মৃত দেহ উদ্ধার হল শ্রীধর সরকার নামে এক ব্যক্তির। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাছারির টিলা গ্রামে। জানা গেছে গত বুধবার থেকে নিখোঁজ ছিল শ্রীধর। লহর নদী থেকে উদ্ধার করা হয়েছে মরদেহ।

গত বুধবার কাছারি টিলা গ্রামের শ্রীধর সরকার পার্শ্ববর্তী গ্রাম গোছামোড়ায় গিয়েছিলেন। জানা গেছে ওই গ্রামের মদ্যপান করার জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। এই বিষয়ে বৃহস্পতিবার পুলিশে মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফে। বহু খোঁজাখুঁটির পর উনাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার গোছামোড়া সংলগ্ন লোহড় নদীর পাড়ে উনার পচা গলা দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে গেছে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। দেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণে জলে পড়ে মৃত্যু হয়েছে উনার। যদিও ময়নাতন্ত্রের রিপোর্ট হাতে না পেয়ে স্পষ্ট কিছু বলছে না পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow