রাজ্য জুড়ে বন্ধের বিপরীত ছবি, সাধারণ জনজীবন ছিল স্বাভাবিক
গোটা রাজ্যজুড়ে যে বন্ধের আহ্বান করা হয়েছিল বুধবার তার বিপরীত ছবি পরিলক্ষিত হয়েছে। সকাল থেকেই সাধারণ জনজীবন ছিল একেবারেই স্বাভাবিক। যান চলাচল, অফিস আদালত অন্যান্য দিনের মতোই সম্পন্ন হয়েছে।

দ্যা ফ্যাক্ট :-রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাম সমর্থিত ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের বিপরীত ছবি দেখা গেল। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধের ছিটেফোঁটা প্রভাব পরিলক্ষিত হয়নি। গোটা মোহনপুর ও সদর মহকুমা জুরে একি অবস্থা।
বুধবার সকাল থেকেই আরো পাঁচ দিনের মত রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গোটা মোহনপুর মহকুমা জুড়ে জনজীবন ছিল একেবারেই স্বাভাবিক। কালীবাজারে অন্যান্য দিনের মতো জমে ছিল সবজি বাজার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সবজি ক্রয় করার জন্য জমে ছিল এই বাজারে। অন্যদিকে মোহনপুরের ঐরান চৌমুহনি, মোহনপুর বাজার, তুলা বাগান বাজারসহ বিভিন্ন এলাকায় জনজীবন স্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। সিমনা বিধানসভাতে কাতলামারা, পঞ্চবটি সহ বিভিন্ন এলাকায় দোকানপাট ছিল অন্যান্য দিনের মতো খোলা। যানবাহন চলাচলের ক্ষেত্রেও গোটা মহকুমা জুড়ে স্বাভাবিক ছবি দেখা গেছে। বন্ধের সমর্থনে তেমন কোন পিকেটার পরিলক্ষিত হইনি পথে। রীতিমত এই বন্ধ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মোহনপুর মহকুমা এলাকাতে সার্বিকভাবে ব্যর্থ হয়েছে।
What's Your Reaction?






