নিট,নেট পরীক্ষার প্রশ্নপত্র দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের
বিভিন্ন পরীক্ষা বাতিল এবং প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় প্রতিবাদের শামিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
দ্যা ফ্যাক্ট :- দেশে নিট, নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এনে আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস কান্ডে কেন্দ্রীয় সরকারকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
দেশে একের পর এক প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনায় ইতিমধ্যেই বিরোধী দলগুলো রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করেছে। শুক্রবার কংগ্রেস দলের উদ্যোগে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ রেলি অনুষ্ঠিত হয় শুক্রবার। এই কর্মসূচি সম্পর্কে দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা বলেন প্রশ্নপত্র কেলেঙ্কারি ইস্যুতে দেশের যুবসমাজ হতাশায় ভুগছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন আশিস কুমার সাহা। অন্যদিকে বিধায়ক সুদীপ প্রায় বর্মন বর্তমান সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তিনি দাবি জানিয়েছেন গোটা দেশের ছেলেমেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করতে প্রশ্নপত্র সংক্রান্ত দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার।
What's Your Reaction?