ভান্ডারীমা খাস নাম পাড়া রিয়াং উদ্বাস্তু শিবির থেকে NLFT-র দুই জঙ্গি গ্রেফতার
সশস্ত্র সন্ত্রাসবাদী গ্রেফতারের,প্রশ্ন উঠছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
দ্যা ফ্যাক্ট:-এনএলএফটি সন্ত্রাসবাদী সংগঠনের সুপ্রিমো শচীন দেববর্মা গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যেই অস্ত্র সমেত এই সংগঠনের আরো সদস্যকে গ্রেফতার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আনন্দবাজার থানার অন্তর্গত খাস নাম পাড়া রিয়াং উদ্বাস্তু শিবির থেকে এন এল একটি পিডি গোষ্ঠির দুই কট্টর জঙ্গি সমেত এক সহযোগীকে গ্রেফতার করা হয়।
উত্তর ত্রিপুরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর আসে ভান্ডারী মা এলাকার খাস নাম পাড়ার উদ্বাস্তু শিবিরে গা ঢাকা দিয়ে আছে এনএলএফটির দুই কট্টর জঙ্গি। সেই খবরের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, ওসি, পুলিশ এবং টিএসআর যৌথভাবে অভিযান চালায় রিয়াং উদ্বাস্তু শিবিরে। সেখানে বার থাংহা রিয়াং এর বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুই জঙ্গি। একই সাথে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক কেউ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চাইনিজ পিস্তল ৩ রাউন্ড গুলি, এনএলএফটির চাঁদর রসিদ, পেড সহ বাংলাদেশি টাকা ও ভারতীয় টাকা। পশ্চিম জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কি কারনে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে এবং কি উদ্দেশ্য ঢুকেছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?