সিধাই থানাধীন আরাকাটা ও বিজয়নগরে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ
পরিপক্ক গাঁজা বাগান কেঁটে ধ্বংস করল পুলিশ
দ্যা ফ্যাক্ট:- গাঁজা বিরোধী অভিযানে গিয়ে গাঁজা চাষীদের দ্বারা আক্রান্ত হয়েও অভিযান জারি রাখল পুলিশ। রবিবার সকালে সিধাই থানাধীন আরাকাটা এবং বিজয়নগর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করলো পুলিশ।
সিধাই থানাধীন বিজয়নগর এবং আরাকাটা এলাকায় ব্যাপক পরিমাণ ধান চাষের জমিতে গাঁজা বাগান গড়ে তোলা হয়েছে। রবিবার এই এলাকাতে গাঁজা বিরোধী অভিযানের নামে পুলিশ। এদিন সিআরপিএফ, টিএসআর এবং পুলিশের যৌথ অভিযানে ব্যাপক পরিমাণ জমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করে পুলিশ। এদিন পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে এই এলাকাতে অবৈধভাবে গড়ে ওঠা গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার নতুন বাজার এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। এরপর পুনরায় রবিবার শুরু হয় গাঁজা বিরোধী অভিযান। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দাবি গাঁজা গাছ প্রায় পরিপক্ক অবস্থায় চলে এসেছে। এই ধরনের অভিযানে আরো গতি এনে অতিসত্বর অবশিষ্ট গাঁজা বাগান গুলো ধ্বংস করার জন্য। যাতে করে এলাকার অবৈধ নেশা কারবারিদের কোমর ভেঙে দিতে পারে পুলিশ। তার সাথে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান বাস্তবায়নের পথে পরিচালিত হবে।
What's Your Reaction?