সিমনার দলদলিতে অবৈধ গাঁজা বাগান কাটলো পুলিশ

সিমনা বিধানসভার অন্তর্গত দলদলি এলাকায় অবৈধভাবে চাষ করা হয়েছিল গাঁজা। বৃহস্পতিবার এই এই এলাকাতে প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ কাটতে পুলিশ। যদিও কোন অভিযুক্তির বিরুদ্ধে নেওয়া হয়নি মামলা।

Jan 22, 2026 - 23:51
 0  8
সিমনার দলদলিতে অবৈধ গাঁজা বাগান কাটলো পুলিশ
দলদলি এলাকায় অবৈধ গাঁজা বাগান ধ্বংস করল সিধাই থানার পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভার দলদলি এলাকায় গাঁজা বাগান ধ্বংস করলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা এবং সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির ওসি ধ্রুব জয় রিয়াং এর নেতৃত্বে চলে এই গাঁজা বিরোধী অভিযান।

গাঁজা বিরোধী অভিযানে এদিন প্রায় পাঁচ হাজার গাঁজা-গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা। যদিও এই ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন বিনা বাঁধায় গাঁজা বাগান গুলো ধ্বংস করেছে পুলিশ। সাম্প্রতিক কলে  যে সমস্ত গাঁজা বাগান ধ্বংস করার সময় পুলিশের কাছে দায়ের অভাব পরিলক্ষিত হয়েছে। ফলে গাঁজা গাছ ধ্বংস করার ক্ষেত্রে সময় অপচয় হয়েছে। তুলনামূলকভাবে কম গাঁজা গাছ ধ্বংস করতে পেরেছে আরক্ষা কর্মী। অন্যদিকে হেজামারা, সুবল সিং, লেংটা বাড়ি, টং বাড়ি, পূর্ব তমাকারি,তমাকারি,চাচু,এসরায়,সুনাই, সুবলগড় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো বিপুল পরিমাণ গাঁজা বাগান রয়েছে। এই সমস্ত গাঁজা বাগান গুলিতেও অতিসত্বর অভিযান চালিয়ে ধ্বংস করার দাবি উঠেছে সচেতন মহল থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow