বৃক্ষরোপণকে জন আন্দোলনের রূপ দেওয়ার উদ্যোগ,কাঠিয়া বাবা মিশন স্কুলে বনমহোৎসব পালিত
বৃক্ষরোপনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের যুক্ত করল কাঠিয়া বাবা মিশন স্কুল
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-বৃক্ষরোপণকে জন আন্দোলনের রূপ দিতে উদ্যোগী কাঠিয়া বাবা মিশন স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে বনমহোৎসব- ২০২৩ উদযাপন করা হয় শনিবার। ফটিকছড়া স্থিত বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বনমহোৎসবের সূচনা করা হয় এই দিন।
প্রতিবছর নিয়ম মেনে কাঠিয়া বাবা মিশন স্কুল বনমহোৎসব করে আসছে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই বর্ণমোহোৎসব করছে না এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রতিবছর রোপন করা গাছের চারাগুলোকে যত্ন সহকারে বড় করার প্রতিও নজর রয়েছে কর্তৃপক্ষের। এই দৃষ্টিভঙ্গিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদেরও গড়ে তোলার চেষ্টা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বনমহোৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং গ্রামবাসীদের যুক্ত করছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ফল, ফুল এবং অন্যান্য গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গোটা পৃথিবীর প্রাকৃতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বৃক্ষর রুপনের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির সম্পাদক মান্না রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব এবং অন্যান্যরা।
What's Your Reaction?