পাচার বাণিজ্যে রোধে BSF-র হাতে বাংলাদেশের টাকা সমেত নেশা ও বিভিন্ন সামগ্রী আটক

ভারত বাংলাদেশ সীমান্তে পাচার বাণিজ্যে রোধে সাফল্য BSF-র

Aug 26, 2023 - 04:02
Aug 26, 2023 - 04:05
 0  26

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে পাচার বাণিজ্য চলাকালীন সময়ে বেশ সাফল্য পেল ন্তরক্ষী বাহিনী। বাংলাদেশর নগদ অর্থ, নেশা সামগ্রী এবং বিভিন্ন পাচার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ।

                    গোটা ত্রিপুরা রাজ্যে সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা প্রতিনিয়ত পাচার বাণিজ্য জারি রাখার চেষ্টা করছে। এরই মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে রাজ্যের বিভিন্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারের চালিয়ে বাংলাদেশের অর্থ ৩০৬২০ টাকা আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। এছাড়াও ৫৯ কিলো গাঁজা,১১ টি গভী সমেত ১০,৯৭,৩২০ টাকার বিভিন্ন পাচার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow