বড়কাঠালে বিজেপি নেতৃত্বের বাড়িতে হামলা, অভিযোগ মথার বিরুদ্ধে

বুধবার বড়কাঠালে বিজেপির সভা শেষে নেতৃত্বদের বাড়িতে বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বিজেপি নেতৃত্বদের মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

Apr 9, 2025 - 22:57
 0  18
বড়কাঠালে বিজেপি নেতৃত্বের বাড়িতে হামলা, অভিযোগ মথার বিরুদ্ধে
বড়কাঠালে বিজেপি নেতৃত্বদের বাড়িতে মথা আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত বড়কাঠাল সহ তার পার্শ্ববর্তী এলাকায় বিজেপি নেতৃত্ব এবং সমর্থকদের বাড়িতে দুষ্কৃতীদের হামলা। বাড়ি ঘরের পাশাপাশি বাইক ভাঙচুর করা হয়েছে। আক্রমণ করা হয়েছে বিজেপির নেতৃত্ব ও কর্মীদের। রক্তাক্ত অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন বুথ সভাপতি অরুন দেববর্মা। অভিযোগ তিপ্রামথা দলের দুষ্কৃতীরা এই আক্রমণ সংঘটিত করেছে।

                   তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা প্রতিনিয়ত বার্তা দেন তিপ্রাসারা তিপ্রাসাদের উপর আক্রমণ না করার জন্য। সেই বার্তাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখালো তার দলেরই কর্মীরা। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার বড়কাঠাল এলাকায় ছিল গাঁও চলো অভিযান। এই অনুষ্ঠান শেষে বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বাড়ি ফিরে গেছেন। রাত হতেই নেতৃত্বদের বাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ টি বাইক গিয়ে শুরু করে আক্রমণ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর এবং বাইক। বড়কাঠাল এলাকায় হেজামারা ব্লকের বিইসি ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মার বাড়িতে আক্রমণ করেছে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। পাশাপাশি প্রাক্তন মন্ডল সভাপতি যুগেন্দ্র দেববর্মা, বুথ সভাপতি অরুন দেববর্মার বাড়িতেও করা হয়েছে আক্রমণ। অরুণ দেববর্মাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ তিপ্রামথা দলের দুষ্কৃতীরা এই আক্রমণ সংঘটিত করেছে। আহত অরুন দেববর্মা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow