মোহনপুরে তারা সুন্দরী বাঁধের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করেন মন্ত্রী
মোহনপুরের দক্ষিণ তারানগরে তারা সুন্দরী বাঁধ নামক জলাশয়ের সুন্দর যায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার এই সৌন্দর্যজনক কাজ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
দ্যা ফ্যাক্ট:- মোহনপুরের দক্ষিণ তারানগর এলাকায় তারা সুন্দরী বাঁধ নামে একটি জলাশয়কে সুন্দরজায়নের কাজ শুরু হয়েছে। দীর্ঘ বছর যাবত এই জলাশয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তার মধ্যে কচুরিপানা এবং ঝোপঝাড় উৎপন্ন হতো। বর্তমানে এই পরিত্যক্ত জলাশয়কে সুন্দরজানের মাধ্যমে এলাকায় পর্যটনকে এক নতুন মাত্রা দেওয়ার উদ্যোগ নিয়েছে দপ্তর। মঙ্গলবার এই কাজ পরিদর্শন করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
গোটা রাজ্যজুড়ে পর্যটনকে ঢেলে সাজানোর কাজ চলছে। মোহনপুরের একটি পরিত্যক্ত জলাশয়কে কাজে লাগিয়ে কিভাবে এলাকায় পর্যটন শিল্পকে স্বাগত জানানো যায় তার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মোহনপুরের দক্ষিণ তারানগর এলাকায় কিশোর থেকে যুবক যারা হয়েছেন তারা প্রত্যেকেই তারা সুন্দরী বাঁধকে একটি পরিত্যক্ত জলাশয় হিসেবেই দেখে বড় হয়েছেন।
কিন্তু এই পরিত্যক্ত জলাশয়কে কাজে লাগিয়ে এলাকায় পর্যটন শিল্পকে স্বাগত জানানো যায় এই ভাবনা শুরু করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। সেই ভাবনা থেকেই শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। মঙ্গলবার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন মন্ত্রী। সঠিক সময়ের মধ্যে এই কাজ সমাপ্ত করার পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রী তরফে। তবে আগামী দিনে এই প্রকল্প এই এলাকায় পর্যটনকে এক নতুন পথ দেখাবে তা কিন্তু স্পষ্ট।
What's Your Reaction?