জীবন যুদ্ধে পরাস্থ্য বিশ্ববন্ধু
দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে ফিরে আসার আশাকে নিরাশাই পরিণত করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বহিঃ রাজ্যে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
দ্যা ফ্যাক্ট :- দীর্ঘ লড়াই শেষে জীবন যুদ্ধে পরাস্ত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। শনিবার উনার দেহ আনা হবে রাজ্যে। উনার মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে।
প্রায় এক মাস পূর্বে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়েছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উন্নত চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে। এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হয়েছিল হায়দ্রাবাদে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টাকে পরাস্ত করলেন বিশ্ববন্ধু। শুক্রবার সকালে ওনার মৃত্যুর খবর ত্রিপুরাতে আসতেই শোক ছড়িয়ে পরে গোটা রাজ্যজুড়ে।
What's Your Reaction?