সুভাষ কলোনিতে গুচ্ছ কর্মসূচিতে জনগণের সাথে মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী
বমুটিয়া বিধানসভায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগরের সাথে সরাসরি মতবিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কথা বলেছেন বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়ন নিয়ে। পরিদর্শন করেছেন নির্মীয়মান অফিস। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘরের।

দ্যা ফ্যাক্ট :- বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সোমবার। সুভাষ কলোনী এলাকায় গাঁও চলো অভিযান, বেনিফিশিয়ারি সংবর্ধনা, চোপাল বৈঠক, অন্নপ্রাশনসহ বিভিন্ন কর্মসূচিতে জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। জনগণের সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে অবগত হয়েছেন।
২০১৮ সালের পর থেকে এলাকার যে সমস্ত মানুষ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন উনাদের সাথে মতবিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি বিভিন্ন উদ্যোগ এবং প্রকল্পকে ঘিরেও আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ ৩৪ বছরে বামেরা এই রাজ্যের জন্য বিশেষ কিছু করতে পারেনি। সাত বছরে বর্তমান সরকার মানুষের নিত্য চাহিদাগুলো পূরণ করার কাজ করেছে।আরো সময় লাগবে। আরো বহু পরিকল্পনা বাস্তবায়নের বাকি রয়েছে। সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় রাজ্যের উন্নয়ন অন্তিম ব্যক্তি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জনগণের কাছে সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।
এই দিন হয়েছে চোপাল বৈঠক। এই বৈঠকে পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের জনগণ এবং পঞ্চায়েত প্রধানকে নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো সম্পর্কে অবগত হয়েছেন তিনি। এদিন এই এলাকার জনগণ গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের ঘর নির্মাণের কাজ সমাপ্ত, পানীয় জলের ব্যবস্থা করা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন পঞ্চায়েতের প্রধান জানকি বিশ্বাস।
এই দিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সুভাস কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক শিশুর অন্নপ্রাশনে অংশ নিয়েছেন তিনি। শিশুটি মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি করেছেন আশীর্বাদ রাজ্যের প্রশাসনিক প্রধান প্রফেসর ডঃ মানিক সাহা।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডিসপেন্সারির জন্য নির্মীয়মান বিল্ডিং প্রদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। অংশগ্রহণ করেছেন স্বচ্ছ ভারত অভিযান এবং বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।
What's Your Reaction?






