বিদ্যুৎহীন-GB, যন্ত্রণায় ছটফট করলো রোগীরা
বিদ্যুৎ এবং বিকল্প পরিষেবা না পেয়ে নাজেহাল রোগীরা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বিদ্যুৎহীন রইল প্রায় ১ ঘন্টা। লিফট আটকে পরে রোগী ও অন্যরা। জিবিপি হাসপাতালের এই অবস্থায় চরম সমস্যার সম্মুখীন রোগীরা। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না হওয়ায় মুমূর্ষ রোগীদের প্রতিটি সেকেন্ড বিদ্যুতের অভাবে ছটফট করতে হয়েছে।
জিবিপি হাসপাতালে প্রয়োজনের চাইতে অনেক বেশি সংখ্যক রোগী পরিষেবা নেয় প্রতিদিন। বহির্বিভাগ থেকে ওয়ার্ড পর্যন্ত রোগীর অস্বাভাবিক ভিড় দেখা যায়। এরমধ্যে সোমবার বিকেলে বিদ্যুৎহীন হয়ে পরে জিবিপি হাসপাতাল। লিফটে আটকে পরেন রোগী। সাধারণত বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা হিসেবে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এই দিন জেনারেটরের মাধ্যমে ও বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় নাজেহাল হতে হয়েছে রোগী সমেত আত্মীয় স্বজনদের। এই অবস্থায় রোগীর স্বজনরা প্রশ্ন তোলেন যে কোনো কারণে বিদ্যুৎ নাই থাকতে পারে। তাই বলে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা থাকবে না এটা কিভাবে সম্ভব! রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ যেখানে রয়েছে সেই জায়গায় প্রায় এক ঘন্টা বিদ্যুৎহীন না থাকা রীতিমতো রোগীদের জীবন বিপন্ন হওয়ার শামিল। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ওপর গুরুত্ব দেওয়ার দাবি করেছেন সাধারণ মানুষ।
What's Your Reaction?