কো-অপারেটিভ ব্যাংক মোহনপুর শাখায় দিন ভর বন্ধ পালন, কলাপাতা সরকারি নির্দেশ

ব্যাংকে আসা গ্রাহকরা চরম হয়রানির শিকার

Oct 1, 2023 - 05:59
Oct 1, 2023 - 12:31
 0  17
কো-অপারেটিভ ব্যাংক মোহনপুর শাখায় দিন ভর  বন্ধ পালন, কলাপাতা সরকারি নির্দেশ
ব্যাংক বন্ধ, টাকার অভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহ। ছবি-সুমন মহলানবীশ

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা :-সরকারি নির্দেশিকাকে কলাপাতা বানিয়ে বিনা নোটিশে দিনভর বন্ধ থাকলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের মোহনপুর শাখা। শনিবার এই ব্যাংক বন্ধ থাকায় চরম হয়রানির মুখে পড়তে হয়েছে স্থানীয় গ্রাহকদের। প্রশ্ন উঠছে এডিসি এলাকা না হওয়া সত্বেও এই ব্যাংক কিকারনে পরিষেবা প্রদান থেকে বিরত থাকলো?

                 তিপ্রামোথা দলের ডাকা এডিসি এলাকা বন্ধ পূর্ণাঙ্গ ভাবে সমর্থন জানিয়ে বন্ধ পালন করলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক মোহনপুর শাখা। শনিবার দিনভর তালা ঝুলানো অবস্থায় রইল এই ব্যাংক। শত শত গ্রাহক পরিষেবা নিতে এসে হয়রানি মুখে পরেন। ব্যাংক বন্ধ থাকায় কোন ধরনের পরিষেবা নিতে পারেননি সাধারণ গ্রাহকরা। যার ফলে এলাকাতে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে এই দিন। তর্কের খাতিরে কর্মচারীরা বলতেই পারেন লেম্বু ছড়াতে পথ অবরোধ থাকায় ব্যাংকে আসতে পারেননি। অথচ শালবাগান দিয়ে বামুটিয়া হয়ে অবশ্যই ব্যাংকে আসা যেত। যা অন্যান্য দপ্তরে কর্মীরা করেছেন। দাবি উঠেছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক মোহনপুর শাখার কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow