গান্ধীগ্রামে তিনদিন ব্যাপী কাবাডি খেলার উদ্বোধন
রাজ্য এবং বহিরাজ্যের কাবাডি খেলার দল অংশ নিয়েছে এই খেলায়
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-গান্ধীগ্রাম বাজার কমিটি এবং কাবাডি অ্যাসোসিয়েশন যৌথভাবে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে। মঙ্গলবার গান্ধীগ্রাম বাজারে তার উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। রাজ্য তথা বহিঃ রাজ্য থেকে কাবাডি খেলার টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিগত তিন দিন চলবে এই খেলা।
কাবাডি একটি জাতীয় স্তরের খেলা হলেও বর্তমানে তার প্রতি মানুষের আকর্ষণ অনেকটাই ক্ষীণ হয়েছে। পাড়া, মহল্লায়, বিদ্যালয়ে যেভাবে কাবাডি খেলা হতো তা অনেকটাই নাই'য়ের পর্যায়ে চলে গেছে। মঙ্গলবার খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ক্রীড়া মন্ত্রী টিংকুরায় আশা ব্যক্ত করেন অন্যান্য খেলার পাশাপাশি এই কাবাডি খেলাতেও রাজ্যের ছেলেমেয়েরা একসময় ভালো কিছু করতে পারবে। আহ্বান করেন এই কাবাডি খেলাতে সমস্ত যুবক-যুবতী এগিয়ে আসতে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী উদ্বোধনী মঞ্চে শৈশবে কাবাডি খেলার স্মৃতিচারণ করলেন। আক্ষেপ করলেন এই খেলা অনেকটাই হারিয়ে যাওয়ার অবস্থাকে কেন্দ্র করে। শ্রী ভট্টাচার্জী আহবান করেন মোবাইল, ল্যাপটপ, থেকে বেরিয়ে এসে ছেলেমেয়েদের কাবাডি খেলায় অংশগ্রহণ করার জন্য। এদিনের উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, জেলা পরিষদের সদস্য পাপিয়া দাস নন্দী, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, মন্ডল সভাপতি বিজু পাল এবং অন্যান্যরা।
What's Your Reaction?