মোহনপুরে জাতীয় সড়কের পাশে সোলার স্ট্রিট লাইট বদলে দিয়েছে যাতায়াতের ছবি
নবনির্মিত জাতীয় সড়কের পাশে স্ট্রিট লাইটের সংযোজন, সুবিধা হয়েছে নিত্য পথচারী ও বাইসাইকেল আরোহীদের
দ্যা ফ্যাক্ট:- মোহনপুরে জাতীয় সড়কের পাশের সোলার স্ট্রীট লাইট বদলে দিয়েছে যাতায়াতের ছবি। নয়া জাতীয় সড়কে বদলে গেছে যোগাযোগ ব্যবস্থার সমস্যা। তার ওপর সোলার স্ট্রিট লাইট পথচারী, বাইসাইকেল আরোহী এবং জান চালকদের জন্য দারুন সহায়ক হয়েছে বলে জানালেন স্থানীয়রা।
আগরতলা খোয়াই সড়কে যে নতুন জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দূরত্ব কমেছে, যানবাহনের গতি বেড়েছে, একই সাথে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই জাতীয় সড়কে স্ট্রীট লাইট না থাকার কারণে রাতের বেলা যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের। বিশেষ করে পায়ে হেঁটে যে সমস্ত মানুষ চলাফেরা করেন তাঁদের অত্যন্ত সমস্যায় পড়তে হতো। কিন্তু এবার নতুন রাস্তার উপর সৌরশক্তি পরিচালিত স্ট্রিট লাইট স্থাপন করায় সুবিধা হয়েছে বলে জানালেন নিত্য পথচারীরা। পাশাপাশি যানবাহন চালকরা ও দূর থেকে বাইসাইকেল আরোহী এবং পথচারীদের দেখতে পান বলে জানিয়েছেন যান চালকরা। ফলে রাত্রিবেলা দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রেও এই লাইটের ভূমিকা থাকবে বলে ধারণা করছেন এলাকার সাধারণ মানুষ।
What's Your Reaction?