বিদ্যুৎ বিল বকেয়া রাখছে ভোক্তারা,নাখুষ বিদ্যুৎ মন্ত্রী
রানীবাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত ৩৩ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের। সোমবার আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

দ্যা ফ্যাক্ট :- বিদ্যুৎ ভুক্তারা নিয়মিত পরিশোধ করছেন না বিদ্যুৎ মাশুল। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিলের পাহাড় জমে আছে। অন্যদিকে চুরি হচ্ছে বিদ্যুৎ। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্যুৎ দপ্তরে মন্ত্রী রতন লাল নাথ। সোমবার রানীবাজারে ৩৩ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে মন্ত্রী আহবান নিয়মিত এবং সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার।
রানীবাজার সহ তার পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে স্থাপন করা হয়েছে বিদ্যুৎ সাবস্টেশন। সোমবার আনুষ্ঠানিকভাবে এই সাব স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিকে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকায় বিদ্যুৎ পরিষেবা আরো ভালো করার লক্ষ্যে বিদ্যুৎ দপ্তরে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন তিনি।
অন্যদিকে বিদ্যুৎ দপ্তরে মন্ত্রী বলেন নিগম প্রতিনিয়ত বিদ্যুৎ পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নে কাজ করছে। অপরদিকে বিদ্যুৎভুক্তারা প্রদান করছেন না নিয়মিত বিদ্যুৎ মাশুল। এদিন তিনি তথ্য তুলে ধরে বলেন খুমুলুঙে বিদ্যুৎ ভোক্তা রয়েছে ৭৩১৬ জন। এর মধ্যে বিদ্যুৎ মাসুল পরিশোধ করছেন ৩৫০০ জন। মান্দাইয়ে বিদ্যুৎ ভুক্তা রয়েছে ৭০৭৫ জন। বিদ্যুৎ মাসুল নিয়মিত প্রদান করছেন ৩৮০০ জন। রানীবাজারে মোট বিদ্যুৎ গ্রাহক রয়েছেন ১৩৮০০ জন। এর মধ্যে বিদ্যুৎ মাশুল পরিশোধ করছেন ৭১০০ জন। এইভাবে বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণ বিদ্যুৎ মাসুল প্রতি মাসে বকেয়া থাকছে বলে জানালেন বিদ্যুৎ দপ্তরে মন্ত্রী
অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরি হওয়ার বিষয়ে সাধারণ জনগণকে সরব হওয়ার আহ্বান করলেন মন্ত্রী।
What's Your Reaction?






