বাঁশের মাথায় মোবাইল বেঁধে জিও ট্যাগিং করল GRS
ইন্টারনেটের সমস্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করলনা GRS, সমাধান করলেন জুগার পদ্ধতিতে
দ্যা ফ্যাক্ট:- সমস্যা সেখানে সমাধানও সেখানেই।মোবাইল নেটওয়ার্ক নেই।তাই বলে জিও ট্যাগিং হবেনা।হতেই পারেনা। বাঁশের ডগায় মোবাইল বেঁধে ওয়াইফাইয়ের সাহায্যে জিও ট্যাগিং করল জিআরএস। ভুমরাছড়া এডিসি ভিলেজ এলাকায় জিআরএস এই পদ্ধতি অবলম্বন করে সফল ভাবে সরকারি দায়িত্ব পালন করেছেন।
গোমতী জেলার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজ একটি পত্যন্ত এলাকা। এই এলাকাগুলোতে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেসমস্ত সুবিধাভোগীদের ঘর প্রদান করা হয়েছে তার জন্য জিও ট্যাগিং করার প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুর্বল ইন্টারনেট পরিষেবা হওয়ার কারণে সরকারি আধিকারিকরা এই গ্রামে গিয়ে সঠিকভাবে জিও ট্যাগিং করতে পারছেন না। এই সমস্যাকে অজুহাত হিসেবে না দেখিয়ে তার একটি সমাধান খুঁজে বার করলেন জিআরএস রঞ্জিত চাকমা। একটি বাঁশের মাথায় মোবাইল বেঁধে ডাটা ও হটস্পট অন করে মোবাইলটি মাটির উচ্চ থেকে প্রায় ২০ ফুট উপরে তুলেছেন। পাশাপাশি নিচে একটি মোবাইলের ওয়াইফাই অন করে দুটি মোবাইলের ইন্টারনেট সংযোগ করে অনলাইনে জিও ট্র্যাগিং করতে সক্ষম হয়েছে তিনি। এই পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র জিও ট্যাগিং নয়, এমআইএস করতে সক্ষম হয়েছে তিনি। রাজ্যে প্রত্যন্ত এলাকাতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সমস্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করেননি। জোগাড় পদ্ধতি অবলম্বন করে মানুষের কাছে সরকারে পরিষেবা পৌঁছে দিয়ে জেলাশাসকের কাছে প্রশংসিত হয়েছেন জিআরএস রঞ্জিত চাকমা।
What's Your Reaction?