ভারত পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, মন কি বাত অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কামলঘাট স্কুলে মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সম্পর্কে।

Apr 27, 2025 - 22:58
Apr 27, 2025 - 23:25
 0  10
ভারত পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, মন কি বাত অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী
কামালঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- "ভারত এগিয়ে চলছে চরম উন্নতির দিকে। বর্তমানে পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকাশের যে ধারায় কাজ করছেন আমরাও সেই ধারাতেই কাজ করছি"। রবিবার কামালঘাটে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদি হামলার ঘটনায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

                      দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২১ তম মন কি বাত অনুষ্ঠিত হলো রবিবার। বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কামালঘাট স্কুলে মন কিবাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এইদিন এলাকার জনগণকে সাথে নিয়ে মনকি বাত অনুষ্ঠান শ্রবন করলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানা-অজানা বহু তথ্য নিয়ে আসেন আমাদের সামনে। দেশে যেভাবে বিকাশ হচ্ছে সে বিকাশের বিভিন্ন তথ্য তিনি এই মনকি বাত অনুষ্ঠানে উপস্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন একসময় কাশ্মীর অত্যন্ত সন্ত্রাসবাদী প্রবণ একটি রাজ্য ছিল। কেন্দ্রীয় সরকার সেখান থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে। পাশাপাশি বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে একটি গণতান্ত্রিক সরকার। এরই মধ্যে সম্প্রতি যে সন্ত্রাসবাদি আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে তার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী যে গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দিশাতেই ত্রিপুরা সরকারও রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। এদিন কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow