গভীর রাতে বিস্ফোরণ, গুদাম ঘরে আগুন, ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত কল্যাণ সেন পাড়ায়
ঊষা বাজার সংলগ্ন কল্যাণ সেন পাড়া এলাকায় গভীর রাতে অগ্নিসংযোগ ঘটে একটি গুদাম ঘরে। তার পাশেই ছিল কল্যাণ সেনের বসতঘর। নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ বাড়ি মালিকের।

দ্যা ফ্যাক্ট :- রাতের আঁধারে পুড়ে ছাই হলো বসতঘরের পাশে থাকা একটি গুদামঘর। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত কল্যাণ সেন পাড়ায়। নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক কল্যাণ সেন। দমকল বিভাগের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নি সংযোগের পূর্বে বিস্ফোরণের অভিযোগ এনেছেন বাড়ির মালিক।
শনিবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত কল্যাণ সেনপাড়া এলাকায় এক বিস্ফোরণের শব্দ হয়। এরপরই কল্যাণ সেনের বাড়ির বসতঘরের পাশে একটি গুদাম ঘরে জলতে থাকে আগুন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনা স্হলে ছুটে আসে দমকল বিভাগের ইঞ্জিন। ততক্ষণে গোটা গোড়াম ঘর পুড়ে ছাই হয়ে গেছে। যদিও আগুনের তীব্রতা অন্য ঘরে যাতে না ছড়ায় সে দিকটি নিশ্চিত করেছে দমকল বিভাগের কর্মীরা। রাতে ঘটনা স্থলে ছুটে এসেছে এয়ারপোর্ট থানার পুলিশ। কল্যাণ সেন জানান সম্প্রতি ওনার রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময় স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বারবার ওনার বাড়িতে এবং বাগানে অগ্নিসংযোগের ঘটনাকে নাশকতামূলক চেষ্টা বলে অভিযোগ করেছেন কল্যাণ সেন।
What's Your Reaction?






