কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ নিয়ে রিটপিটিশন, সমাধানের আশ্বাস দিল ব্যাংক

সম্প্রতি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের নিয়োগ নিয়ে একটি রিটপিটশন দাখিল করা হয়েছে বেকারদের তরফে। আদালতে সমস্যার সমাধানের আশ্বাস দিল ব্যাংক।

Mar 6, 2025 - 22:50
Mar 6, 2025 - 23:13
 0  15
কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ নিয়ে রিটপিটিশন, সমাধানের আশ্বাস দিল ব্যাংক
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ সংক্রান্ত রিট পিটিশনের পর সাংবাদিক সম্মেলনে সমস্যা সমাধানের আশ্বাস এমডির। ছবি:-নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন কতিপয় বেকাররা। মূলত সংরক্ষণ নিয়ে ছিল এইট পিটিশন। এই বিষয়ে নিজেদের দুর্বলতা আদালতে মেনে নিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয়েছে সঠিক নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে।

             সম্প্রতি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছিল তারা ফলাফল। কিন্তু সংরক্ষণ নীতিকে কেন্দ্র করে আদালতের শরণাপন্ন হয় কতিপয় বেকাররা। এই বিষয়ে বুধবার হয়ে গেছে হিয়ারিং। আদালতে ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিষয়টি নিয়ে আদালতে রিট পিটিশন করা হয়েছে সে বিষয়টি ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষের নজরে এসেছে। এবং ওনারা এই বিষয়টি সমাধান করতে চান। যথারীতি আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ নিয়ম নীতি মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন চলতি মার্চ মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় ব্যাংক। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow