বামুটিয়ায় হ্যাম রেডিও সেন্টারে অবৈধ কার্যকলাপ, তালা ঝুলাল মহকুমা শাসক

বামুটিয়ার কাছারীটিলা এলাকায় সরকারি দুটি কক্ষে বসানো হয়েছিল হ্যাম রেডিও সেন্টার। কিন্তু তার ভেতর প্রতিনিয়ত বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছিল। সংবাদ সম্প্রচারের পর বৃহস্পতিবার দুটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে মহাকুমা প্রশাসন।

Feb 27, 2025 - 22:22
Feb 27, 2025 - 22:42
 0  89
বামুটিয়ায় হ্যাম রেডিও সেন্টারে অবৈধ কার্যকলাপ, তালা ঝুলাল মহকুমা শাসক
বামুটিয়ায় হ্যাম রেডিও সেন্টারে অসামাজিক কাজের অভিযোগে তালা ঝুলালো মহকুমা প্রশাসন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ায় হ্যাম রেডিও সেন্টারে বিভিন্ন আপত্তিকর কাজের অভিযোগ উঠছিল প্রতিনিয়ত। বৃহস্পতিবার এই সেন্টারে তালা ঝুলিয়ে দিল মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত। পাশাপাশি অবৈধভাবে সেন্টারের সামনে লাগানো লো পার্কিং পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুনরায় হ্যাম রেডিও সেন্টারের জন্য ব্যবহৃত দুটি সরকারি কক্ষ পুনরায় হেফাজতে নেয় মহকুমা প্রশাসন।

                  বামুটিয়ার তহশীল কাছারির জমির উপর সরকারি গৃহে একটি হ্যাম রেডিও সেন্টার খোলা হয়েছিল। যার দায়িত্বে ছিল অরুপ ধর নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘদিন যাবত এই সেন্টারে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পাশাপাশি এই সেন্টারের সামনে নোপার্কিং সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল। বৃহস্পতিবার মোহনপুর মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা তালা ভেঙ্গে প্রবেশ করেছে সেন্টারের ভেতর। পাশাপাশি অরূপ ধরের লাগানো নো পার্কিং সাইনবোর্ড খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে হ্যাম রেডিও সেন্টারের জন্য দেওয়া দুটি কক্ষ পুনরায় মহকুমা প্রশাসনের হেফাজতে নিয়ে নিয়েছে মহাকুমা শাসক। মহকুমা শাসকের এই ধরনের ভূমিকায় অত্যন্ত খুশি স্থানীয় সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow