কয়েক দশকের কুখ্যাত সন্ত্রাসবাদীরা শান্তি চুক্তি করে বনে গেল জনদরদী

দিল্লিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে রাজ্যে ফিরে এটিটিএফ এবং এনএলএফটির নেতৃত্বের যৌথ সাংবাদিক সম্মেলনে উন্নয়নের পক্ষে কাজ করার আশ্বাস।

Sep 9, 2024 - 03:56
 0  27
কয়েক দশকের কুখ্যাত সন্ত্রাসবাদীরা শান্তি চুক্তি করে বনে গেল জনদরদী
দিল্লি থেকে রাজ্যে ফিরে এটিটিএফ এবং এনএলএফটির শীর্ষ নেতাদের সাংবাদিক সম্মেলন।

দ্যা ফ্যাক্ট :- এটিটিএফ এবং এনএলএফটির সাথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজ্যে ফিরে ২ টি সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃত্বরা দাবি করলেন তাদের লড়াই জনজাতিদের স্বার্থে ছিল। বলা যায় রাজ্যের হাজার হাজার মানুষকে খুন করার পর এবার স্বাভাবিক জীবনে রাজনীতির সন্ধানে জনজাতি মানুষদের পুনরায় বোকা বানিয়ে সুবিধানিতে চাইছে এই সন্ত্রাসবাদী নেতারা। তবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করেছে দুই সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতৃত্বরা।

এই ছোট্ট রাজ্য ত্রিপুরা দীর্ঘ বছর যাবত সন্ত্রাসী কার্যকলাপের জন্য উন্নয়নের দিকে অন্তত ৩০-৪০ বছর পিছিয়ে গেছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চল নূন্যতম এখনো ৫০-৬০ বছর পেছনে রয়েছে উন্নয়নের দিকে। বন্দুকের নলের ডগায় স্বাধীন ত্রিপুরার ডাক দিয়ে এটিটিএফ এবং এনএলএফটির বিভিন্ন গোষ্ঠী রাজ্যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। এর মধ্যে থেকে বাদ পড়েনি পাহাড়ের সহজ সরল জনজাতি অংশের মানুষরাও। প্রতিদিন কোথাও না কোথাও নিরাপত্তা কর্মীদের রক্ত ঝরিয়েছে এই হিংস্র সন্ত্রাসবাদীরা। এই নিরাপত্তা কর্মীদের মধ্যে ছিল বহু জনজাতি অংশের লোক। গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র স্বাধীন ত্রিপুরার নামে। যে সমস্ত পাহাড়ি এলাকাতে বাঙালীদের বসবাস ছিল ঐ সমস্ত এলাকাতে বাড়ি ঘরে অগ্নিসংযোগ,খুন, অপহরণ ধর্ষণ একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছিল। হাজার হাজার বাঙালি পরিবার নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। অবশেষে এই সন্ত্রাসের অবসান হলো এই শান্তি চুক্তির মধ্য দিয়ে। চুক্তির পর রাজ্যে ফিরে রবিবার দুটি সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। এই সাংবাদিক সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রমন্ত্রী অমিত শাহো, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ভূমিকায় প্রশংসা করেছেন বৈরী নেতারা। দাবি করেছেন আগামী দিনে রাজ্যের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার। তবে সরকারের তরফে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারকারী সন্ত্রাসবাদীদের জীবনধারায় আমূল পরিবর্তন আনতে একগুচ্ছ লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই সাংবাদিক সম্মেলনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow