মোহনপুর মহকুমায় ভাগলপুর সহ বিভিন্ন পঞ্চায়েত ও BOP পরিদর্শন করলেন রাজ্যপাল

বুধবার দিনভর মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম পরিদর্শন করেছেন রাজ্যপাল। মত বিনিময় করেছেন সীমান্ত বাসীদের সাথে। পাশাপাশি বিভিন্ন বিওপি পরিদর্শন করেছেন তিনি।

Mar 5, 2025 - 23:59
Mar 6, 2025 - 00:07
 0  16
মোহনপুর মহকুমায় ভাগলপুর সহ বিভিন্ন পঞ্চায়েত ও BOP পরিদর্শন করলেন রাজ্যপাল
ভাগলপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমার সীমান্তবর্তী গ্রাম, বর্ডার আউট পোস্ট, বর্ডার ফেন্সিং পরিদর্শন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বুধবার তারাপুর বিওপি, ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত এলাকা, ভাগলপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ভাগলপুর বিওপি পরিদর্শন করেছেন রাজ্যপাল। কথা বলেছেন সীমান্ত এলাকার জনসাধারণের সাথে। ভাগলপুর থেকে বামুটিয়ার সীমান্ত এলাকার রাস্তার দীর্ঘ বছরের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

             বুধবার দিনভর মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন সীমান্ত অঞ্চল পরিদর্শন করলেন রাজ্যপাল। প্রথমেই মোহনপুরের তারাপুর বিওপি পরিদর্শন করেছেন তিনি। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর থাকা খাওয়ার ব্যবস্থা, অস্ত্রাগার পরিদর্শন করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া রয়েছে সেটিও সরজমিনে পরিদর্শন করেছেন রাজ্যপাল। ব্রহ্মকুণ্ড এলাকায় স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এদিন বামুটিয়া ব্লকের ভাগলপুর গ্রাম পঞ্চায়েতে মতবিনিময় সভাতে গ্রামবাসীর কাছ থেকে তাদের সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে অবগত হয়েছেন রাজ্যপাল। এদিন ভাগলপুর পঞ্চায়েত প্রাঙ্গনে এই মতবিনিময় সভাতে বক্তব্য রাখতে গিয়ে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস রাজ্যপালের নিকট আবেদন করেন কাঁটাতারের ওপারে সবজি চাষ করার ক্ষেত্রে সীমান্ত এলাকার মানুষদের নিত্য দিনের সমস্যা গুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করার। পাশাপাশি ভাগলপুর থেকে বামুটিয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যে পিচের রাস্তা দীর্ঘ প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছিল সেটিকে পুনরায় মেরামত করার দাবি জানানো হয়েছে। এদিন এলাকাবাসীর তরফেও সীমান্ত এলাকার এই রাস্তাটি পুনরায় মেরামত করার আর্জি জানানো হয়েছে রাজ্যপালের নিকট। এদিন রাজ্যপাল আশ্বাস দিয়েছেন উনার তরফ থেকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সবটাই তিনি করবেন। প্রয়োজনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। এই কর্মসূচিতে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমার, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুরে বিডিও ধৃতিশেখর রায়, বামুটিয়ার বিডিও অমিতাভও ভট্টাচার্য, বাবুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow