বামুটিয়ায় উৎপাদন হচ্ছে বেবিকর্ন,পরিদর্শন করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার

বেবিকরর্ন চাষে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছে ত্রিপুরার বামুটিয়া অঞ্চল

Jun 23, 2023 - 04:02
Jun 23, 2023 - 15:40
 0  141
বামুটিয়ায় উৎপাদন হচ্ছে বেবিকর্ন,পরিদর্শন করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার

দ্যা ফ্যাক্ট ব্যুরো :-বামুটিয়ায় বেবি কর্ন  চাষে উদ্যোগ গ্রহণ করেছে চাষিরা। বৃহস্পতিবার কৃষকদের এই চাষ জমি পরিদর্শন করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস এবং কৃষি কলেজের সহকারী অধ্যাপক ডঃ অভিজিৎ সাহা।পরিদর্শনের পাশাপাশি এই চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে চাষীদের সাথে কথা বললেন‌ শ্রী দাস।
                  বামুটিয়া এলাকার ব্যাপক অংশের মানুষ কৃষি কাজের সাথে জড়িত। দীর্ঘ বছর যাবত পরম্পরাগত ভাবে চাষবাসের সাথে জড়িত এই এলাকার কৃষকেরা । এই পরম্পরাগত  চাষবাসের উপরই এলাকার একটা বৃহৎ অংশের  মানুষ তাঁদের রোজগারের জন্য নির্ভরশীল।

সম্প্রতি কৃষি কলেজে এলাকার কৃষকদের নতুন চাষবাসের সাথে সম্পর্ক তৈরি করতে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় । কৃষি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বেবি কর্ন  চাষ নিয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ পাওয়ার পরই এলাকার বেশ কিছু কৃষক বেবি কর্ন চাষের উদ্যোগ গ্রহণ করেন। নাবার্ডের অর্থানোকূল্যে এবং কৃষি কলেজের সহযোগিতায় এলাকায় বেবি কর্ন চাষ শুরু হয়েছে। কৃষকদের উন্নত মানের বীজ প্রদান করেছে কৃষি কলেজ। এরপর থেকে নিজেরা উদ্যোগ গ্রহণ করে এই ফসল চাষ করেছে চাষিরা। ইতিমধ্যেই বামুটিয়া এলাকা থেকে উৎপাদিত বেবি কর্ন  বাজারজাত শুর হয়েছে।

                     এইদিন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস এলাকার কৃষকদের সাথে দীর্ঘ সময় মত বিনিময় করেন। তিনি কৃষকদের জমিতে গিয়ে তাদের উৎপাদিত ফসল দেখেন। কৃষকরা উনাকে জানান রাজ্যের মাটিতে বেবি কর্ন  উৎপাদন ভালো হচ্ছে। কিন্তু এই ফসল বাজারজাত করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষীদের। এছাড়া রাজ্যের বাজারে এই ফসলের তেমন কোন চাহিদা না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিরা। এই বিষয়ে নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস বলেন বেবি কর্ন চাষ ত্রিপুরা রাজ্যে একটি নতুন ফসল। রাজ্যের চাষিরা যাতে একটু ব্যতিক্রম চাষবাসের মধ্য দিয়ে অধিক মুনাফা পেতে পারে তাঁর জন্যই নাবার্ড এবং কৃষক কলেজ এই উদ্যোগ গ্রহণ করে। দেশের বিভিন্ন রাজ্যে বেবি কর্ন অত্যন্ত অর্থকরি একটি ফসল।ফলে ত্রিপুরাতে বেবি  কর্ন এই প্রথম চাষ হচ্ছে তাই তার বাজার তৈরি করতে একটু সময় লাগবে। কিন্তু আগামী দিনে এই বেবি কর্নের চাষ এবং বাজারজাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে। তিনি আসা ব্যক্ত করে আগামী দিনে ত্রিপুরার মানুষ তাদের খাদ্য তালিকায় বেবি কর্নকে যুক্ত করবে। যার মধ্য দিয়ে আগামী দিনে এই ফসলের একটি দারুণ বাজার ত্রিপুরা রাজ্যে তৈরি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow