বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

অতিসত্বর উদ্ধার কাজ সম্পন্ন করার দাবি ক্ষতিগ্রস্ত মানুষের।

Aug 23, 2024 - 15:20
 0  29
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
বায়ু সোনার হেলিকপ্টারে গোমতি জেলা ও দক্ষিণ ত্রিপুরায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট : বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরাতে গেলেন তিনি। শুক্রবার সেনাবাহিনীর হেলিকপ্টারে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিমি আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ধরনের সহযোগিতা প্রদানের। যদিও গতকাল থেকেই হেলিকপ্টার এবং এনডিআরএফ টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। যদিও এখনো উদ্ধার কাজকে কেন্দ্র করে বহু অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তরফে। প্রয়োজন উদ্ধার কাজে আরো তেজি আনার। সাধারণ মানুষরা বাঁচার নিখিরে বর্তমানে দিশেহারা। এই অবস্থাতে মানুষের সহায়তায় সর্বশক্তি প্রয়োগ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। সাধারণ জনগণের ধারণা মুখ্যমন্ত্রী এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পর সমস্যাগুলো অচিরে সমাধান করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow