বামুটিয়া ব্লকে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী

বামুটিয়া ব্লক এলাকার বিভিন্ন সুবিধা ভোগীদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রদান করা হয়েছে আইস বক্স এবং হাঁসের ছানা। বামুটিয়া ব্লক প্রাঙ্গণে দেয়া হয়েছে এই সামগ্রী গুলো।

Feb 20, 2025 - 00:06
 0  46
বামুটিয়া ব্লকে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী
বামুটিয়ায়া ব্লক প্রাঙ্গণে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া পঞ্চায়েত সমিতি এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের তরফে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে বুধবার। বামুটিয়া ব্লক প্রাঙ্গণে সুবিধাভোগীদের হাতে হাঁসের ছানা এবং মৎস্য ব্যবসায়ীদের দেওয়া হয়েছে আইস বক্স।

                            বামুটিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির আর্থিক ব্যবস্থাপনায় মাছ ফেরি করে বিক্রি করে যারা সংসার প্রতিপালন করেন তাদের জন্য আইস বক্স প্রদান করা হয়েছে। এলাকার মোট ৪০ জন সুবিধাভোগীকে এই আইস বক্স প্রদান করা হয়েছে। প্রতিটি আইস বক্সের মূল্য ৩৯৬২ টাকা। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রাণিসম্পদ বিকাশ যোজনার আওতায় এলাকার ৭৫ জন মহিলাকে দেওয়া হয়েছে হাঁসের ছানা। ১০ টি করে হাসের ছানা এবং খাবার প্রদান করা হয়েছে। এই হাঁসের ছানা প্রদানে ব্যয় হয়েছে ৯৭৫০০ টাকা। এই হাঁসগুলো ডিম উৎপাদনের জন্য প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক সম্রাট চৌধুরী। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow