বামুটিয়া তহসিল কাছারির উদ্বোধন,ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কথা বললেন সুবিধাভোগীদের সাথে
বামুটিয়াতে এই প্রথম প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন আমজনতা
দ্যা ফ্যাক্ট:- বামুটিয়া ব্লক এলাকায় বিভিন্ন সরকারি সুবিধাভোগীদের সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বামুটিয়ার কাছারিটিলা এলাকায় নবনির্মিত বামুটিয়া তহশীল কাছারির উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতিঘরে সুশাসন কর্মসূচিতে এলাকার বিভিন্ন সুবিধা ভোগীরা প্রধানমন্ত্রী সাথে কথা বলেছেন।
সুবিধা ভুগিরা কিধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন, কিভাবে পেয়েছেন এবং এই সুবিধা গুলো পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এই প্রশ্নগুলো এবার সরাসরি মানুষের কাছ থেকে জানতে চাইলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল মাধ্যমে এদিন বামুটিয়ার কাছারিটিলা এলাকায় দেশের প্রধানমন্ত্রীর সাথে চা বাগানের শ্রমিক, মেহনতী মানুষরা সরাসরি বার্তা লাপ করলেন। এই প্রথম বামুটিয়া এলাকার সাধারণ মানুষ দেশের প্রধানমন্ত্রী সাথে সরাসরি কথা বলেছেন। দেশের প্রধানমন্ত্রীর একের পর এক প্রশ্নকে কেন্দ্র করে সুবিধাভোগীরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন তার বিবরণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী সামনে। এছাড়া এদিন নবনির্মিত বামুটিয়া তহশীল কাছারির উদ্বোধন করলেন রাজস্ব দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়। মন্ত্রী বলেন একটা সময় ছিল দেশের জনগণ কোন কিছু পাওয়ার জন্য নেতা এবং আমলাদের দুয়ারে ঘুরতে হতো। আর এখন দেশের প্রধানমন্ত্রী জনগণের দুয়ারে এসে ভার্চুয়াল মাধ্যমে সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে সরাসরি কথা বলছেন। এই ধরনের দৃষ্টিভঙ্গি সরকারের উদ্দেশ্য পরিস্কার করে দেয় বলে জানান মন্ত্রী প্রনজিত সিংহ রায়। তিনি আরো বলেন বামুটিয়া এলাকার কৃষক যেভাবে ফসল উৎপাদন করে নিজ এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সার্বিক সহযোগিতার জন্য সরকার সর্বদা উনাদের পাশে থেকে সহযোগিতা করে যাবে। এই দিন বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়েছিল। এছাড়াও এইদিন বিভিন্ন নথিপত্র প্রদান করা হয়েছে এলাকাবাসীকে।
কিন্তু সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা বসার এবং দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করার কোন ব্যবস্থা না থাকার কারণে সমস্যা সম্মুখীন হয়েছেন। এমনকি সচরাচর যে জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করেন সেই জায়গায় বসানো হয়েছিল ভিডিও কনফারেন্সের ক্যামেরা এবং টিভি। ফলে সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়েছিল এই জায়গায় কাজ করার ক্ষেত্রে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক, মহকুমা শাসক সুভাষ দত্ত, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?