মোহনপুরে মোন্ডা বস্তিতে TB-রোগ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্য শিবির

মোহনপুরের মোন্ডা বস্তিতে রক্তের নমুনা সংগ্রহের পাশাপাশি গ্রামবাসীকে সহযোগিতা করল দপ্তর

Dec 28, 2023 - 04:47
 0  13
মোহনপুরে মোন্ডা বস্তিতে TB-রোগ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্য শিবির
মৃত্যুর মিছিল রোধে বিশেষ স্বাস্থ্য শিবির। সহযোগিতায় এগিয়ে এলো দপ্তর ও TCS অ্যাসোসিয়েশন। ছবি :- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:- মোহনপুর ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের মুন্ডা বস্তিতে অকাল মৃত্যুর রোধে অনুষ্ঠিত হয় এক বিশেষ স্বাস্থ্য শিবির। বুধবার এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে গ্রামের মানুষের রক্তের নমুনা সংগ্রহ টিবি রোগীদের সনাক্তকরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের তরফে এবং টিসিএস এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে গ্রামবাসী ও রোগীদের। জানা গেছে বিগত প্রায় ৩ বছরে এই গ্রামের প্রায় ১০ জন নাগরিক টিবি রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আরো প্রায় ১০ থেকে ১২ জন অল্প বয়সে বিভিন্ন রোগে এবং অজানা কারণে প্রয়াত হয়েছেন। এই বিষয়টি অতি দ্রুত নিয়ন্ত্রণ আনতে এদিন এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। এই কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি টিসিএস অফিসার এসোসিয়েশন গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে এসেছেন। তারা ঘোষণা দিয়েছেন গ্রামের টিবি রোগে আক্রান্ত রোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত উনাদেরকে প্রতিমাসে এক হাজার টাকা করে দেবেন। এদিনের এই উদ্যোগকে কেন্দ্র করে টিবি রোগে আক্রান্তরা অতিসত্বর সুস্থ হয়ে উঠবেন বলে আসা ব্যক্ত করলেন গ্রামবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow