মেঘলিবন বস্তিতে বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আগরতলা সিমনা সড়ক অবরোধ

হেজামারা ব্লকের মেঘলিবন এডিসি ভিলেজের মেঘলিবন বস্তির জনগণ বিভিন্ন দাবিদারকে সামনে রেখে আগরতলা সিমনা সড়ক অবরোধ করে। মঙ্গলবার দুপুরে এই সড়ক অবরোধ করার মধ্য দিয়ে দাবী করা হয় পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।

Sep 16, 2025 - 23:59
Sep 17, 2025 - 00:06
 0  11
মেঘলিবন বস্তিতে বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আগরতলা সিমনা সড়ক অবরোধ
বিভিন্ন দাবিকে সামনে রেখে মেঘলিবন বস্তির জনগণ আগরতলা সিমলা সড়ক অবরোধ করে। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত মেঘলিবন বস্তিতে দীর্ঘ ৯ দিন যাবত পানীয় জল সরবরাহ হচ্ছে না। পাশাপাশি যাতায়াতের রাস্তা বেহাল। এই সমস্যাগুলো সমাধানের দাবিকে সামনে রেখে আগরতলা সিমনা সড়ক অবরোধ করল গ্রামবাসী। স্থানীয়দের দাবি পানির জলের সমস্যা দূরীকরণের পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো অতিসত্বর সমাধান প্রশাসন।

                    মেখলিবন বস্তি গ্রামে‌ বিগত ৯ দিন যাবত পানীয় জল সরবরাহ হচ্ছে না। গ্রামের মানুষ জলের অভাবে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। পাশাপাশি এই গ্রামে যাতায়াতের যে রাস্তাটি রয়েছে সেটিও একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে। এই গ্রামে কোন বড় গাড়ি প্রবেশ করতে পারে না। দমকল বিভাগের গাড়ি, এম্বুলেন্স এই গ্রামের নাম শুনলেই আসতে চায় না বলে অভিযোগ করেন অবরোধকারীরা। কোন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অটো করে নিয়ে যেতে হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রশাসন থেকে আশ্বাস প্রদান করা হলেও প্রকৃত অর্থে সমস্যার সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই এলাকার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় একটি যাত্রীসেড রয়েছে। এটি নির্মাণ করার পর আর মেরামত করা হয়নি। বর্তমানে এটি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। প্রয়োজন মেরামতির। কিন্তু এই ক্ষেত্রেও প্রশাসনের কোন ধরনের উদ্যোগ নজরে আসছে না। ফলে স্থানীয়রা দাবি করেন নিত্য প্রয়োজনীয় এই সমস্যাগুলো সমাধান করার জন্য অতি সত্তর প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক। এই দাবিগুলোকে সামনে রেখে মঙ্গলবার দীর্ঘ সময় আগরতলা সিমনা সড়ক দীর্ঘ সময় অবরোধ ছিল এদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow