এডিনগরে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি সূচনা
আধুনিক চাষ পদ্ধতি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা প্রশিক্ষণের মধ্য দিয়ে
দ্যা ফ্যাক্ট:-শুরু হলো কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি।পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সূচনা হয়েছে এডিনগর স্হিত পশ্চিম ত্রিপুরা জেলা উপ কৃষি অধিকর্তার কার্যালয়ে। মোট ৯টি ব্লক এলাকা থেকে ১৬০ জন কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে। আগামী ৩ দিন কৃষকদের বিজ্ঞান ভিত্তিক সবজি চাষ, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সহ অন্যান্য বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ। যার ফলে আগামী দিনে সঠিকভাবে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে কৃষি কাজ করা সম্ভব হবে কৃষকদের কাছে। বৃহস্পতিবার উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন পশ্চিম জেলার কৃষি উপ অধি কর্তা ডঃ উত্তম সাহা, প্রযুক্তিগত আলোচনায় অংশগ্রহণ করেন ডঃ শিবপ্রসাদ মজুমদার, সহ অধিকর্তা সুকান্ত দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?