পুলিশ ও BSF-র কাছে আত্মসমর্পণ ৮ সন্ত্রাসবাদী
NLFT(PD) গুষ্টির ৫ সন্ত্রাসবাদী আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের কাছে ও খালি হাতে ৩ জন BSF-র কাছে আত্মসমর্পণ করে
দ্যা ফ্যাক্ট:- এনএলএফটি(পি ডি) গুষ্ঠির পাঁচ সক্রিয় জঙ্গি আত্মসমর্পণ করল পুলিশের কাছে। সোমবার আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা। আত্মসমর্পণকারী বৈরীদের বাড়ি আনন্দবাজার থানা এলাকায়।
দীর্ঘদিন যাবত এনএলএফটি(পি ডি) গোষ্ঠীর সাথে সরাসরি জড়িত থাকার তালিকায় নাম ছিল ১) নেতাজয় রিয়াং ২) মোহনদা রিয়াং ৩) সুকুমার রিয়াং ৪) কিরনজিৎ রিয়াং ৫) বিষ্ণু রাম রিয়াং। এই সন্ত্রাসবাদীরা এই দিন ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নেতৃত্বে আত্মসমর্পণ করেছে। স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বে থাকা এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠীর এই ৫ সদস্য। সন্ত্রাসবাদীরা আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি এবং বৈদেশিক অর্থ জমা করছে পুলিশের কাছে।
অন্যদিকে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরো ৩ সন্ত্রাসবাদী। সোমবার ধলাই জেলার ছামুনু এলাকার মনোরঞ্জন বিওপি এলাকায় সন্ত্রাসবাদীরা আত্মসমর্পণ করেছে। যদিও আত্মসমর্পণের সময় কোন ধরনের আগ্নেয়াস্ত্র জমা দেয়নি এই সন্ত্রাসবাদীরা। আত্মসমর্পণকারীরা হল ১) মনোরঞ্জন ত্রিপুরা ২) চিন্তা জয় ত্রিপুরা ৩) রাবণ জয় ত্রিপুরা।
What's Your Reaction?