কৌশিকের বলের দাপটে ৯ উইকেট প্যাভিলিয়নে,সেমিফাইনালে বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার
MMC- আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে কৌশিক দাস এক ম্যাচে ৯ উইকেট নিজের নামে লিখিয়ে নিল
দ্যা ফ্যাক্ট:- এক দিবসিয় ক্রিকেট ম্যাচে ৯ উইকেট নিজের নামে লিখিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টারের কৌশিক দাস। মোহনপুর মহকুমা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে রবিবার সিমনা ক্রিকেট কোচিং সেন্টারে মুখোমুখি হয়ে এই খেতাব হাসিল করলো কৌশিক। তার এই সাফল্যের মধ্য দিয়ে দল পৌঁছলো সেমিফাইনালে।
বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার ও সিমনা ক্রিকেট কোচিং সেন্টারের মধ্যে ছিল এই ম্যাচ। বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টারের কৌশিক দাসের দুর্ধর্ষ বোলিং এর সামনে কুমোর তুলে দাঁড়াতেই পারেনি সিমনা ক্রিকেট কোচিং সেন্টার। এইদিন কলাগাছিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে সমস্ত উইকেটের বিনিময়ে ৩৯ রান করে সিমনা ক্রিকেট কোচিং সেন্টার। এদিন বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টারের কৌশিক দাস ৫ ওভার বল করে। যার মধ্য দিয়ে ৯ টি ইউকেট হাসিল করতে সক্ষম হয়েছে সে। পক্ষান্তরে বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার এক উইকেটের বিনিময়ে তিন ওভারে জয় লক্ষ্যমাত্রা অতিক্রম করে। এই জয়ের মধ্য দিয়ে বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার সেমিফাইনালে পৌঁছে যায়।
উল্লেখ্য গত শনিবার বামুটিয়া ক্রিকেট কোচিং সেন্টার বনাম বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টারের অপর একটি ম্যাচে ৬ টি উইকেট নিজের নামে লিখিয়ে নিতে সক্ষম হয়েছিল কৌশিক দাস। এই ম্যাচেও জয়ী হয়েছিল বেড়ীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার। কিন্তু শনিবারের এই ম্যাচে বামুটিরা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ রাজিব চৌধুরীকে দিয়ে আম্পায়ারিং করানোয় মোহনপুর মহকুমা ক্রিকেট এসোসিয়েশনের ভূমিকায় সমালোচনা করেছেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। স্থানীয়দের দাবি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতার মাধ্যমে টুর্নামেন্ট সম্পন্ন করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এসোসিয়েশন।
What's Your Reaction?