বুধজং স্কুলের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ছাত্রীরা, রিপোর্ট চাইল মুখ্যমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসুস্থ হবার ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা।
দ্যা ফ্যাক্ট :- বুধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের বিধায়করা গিয়ে খোঁজ নিলেন শিক্ষার্থীদের। মুখ্যমন্ত্রী চাইলেন রিপোর্ট। পাশাপাশি আশ্বস্ত করলেন সমস্ত ধরনের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের। গোটা ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলের অব্যবস্থার দিকে আঙ্গুল তুলল এসএফআই।
একই বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা এইভাবে অসুস্থ হয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার একের পর এক শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। দিশেহারা হয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকারা। সঙ্গে সঙ্গে ডাকা হয় এম্বুলেন্স। অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। ধারণা করা হচ্ছে হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এই অবস্থাতে শিক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে অব্যবস্থার দিকে অভিযোগের আঙ্গুল তুলল এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ নিয়েছেন বিরোধী বিধায়ক গোপাল রায়। গিয়েছেন মন্ত্রী-অনিবেশ দেববর্মা এবং অন্যান্যরা। বিকেলেই হাসপাতালে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী ডঃ প্রফেসর মানিক সাহা। তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে কথা বলার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেছেন। নির্দেশ দিয়েছেন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তোলব করেছেন মুখ্যমন্ত্রী। তবে হোস্টেলের খাবারের ক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতি ছিল তা প্রাথমিকভাবেই ধারণা করা যাচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে এই ধরনের খামখালীকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন।
What's Your Reaction?