সড়ক নির্মানে দেড় কানি জমিতে সুপারি ও লেবু গাছের জন্য ১,৩৭,৮১,১০০ টাকা ধার্য

ভিডিও দেখতে নিচে Click Here To see More - এ ক্লিক করুন।

Jun 15, 2024 - 02:23
Jun 15, 2024 - 04:07
 0  53
সড়ক নির্মানে দেড় কানি জমিতে সুপারি ও লেবু গাছের জন্য ১,৩৭,৮১,১০০ টাকা ধার্য
লেম্বুছড়ায় দেড় কানি জমিতে সুপারি ও লেবু গাছ বাবদ ১,৩৭,৮১,১০০ টাকা ধার্য সার্ভে রিপোর্টে। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- জাতীয় সড়ক নির্মাণে অর্থের হরির লোট। দেড় কানি জমির উপর সুপারি এবং লেবু গাছ বাবদ ১,৩৭,৮১,১০০ টাকা সার্ভে রিপোর্টে ধার্য করা হয়েছে।যা জমির মালিককে কয়েক প্রজন্ম বসে খাওয়ানোর জন্য যথেষ্ট। লেম্বুছড়া থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের জমি সংক্রান্ত সারভেতে এই তথ্য উঠে এসেছে। লেম্বুছড়ার জহর দেববর্মার দেড় কানি জমির উপর লেবু এবং সুপারি গাছের জন্য এই অর্থ রাশি দেখানো হয়েছে সার্ভে রিপোর্টে।

                 লেম্বুছড়া থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত সম্পূর্ণ নতুন জমির উপর নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রথমে জেলা প্রশাসন থেকে সার্ভে করা হয়েছিল। সেই সার্ভে মূলে অনেকেই ঘর, জমি সহ বিভিন্ন সম্পদের অর্থ পেয়ে গেছেন। কিন্তু লেম্বুছড়ার শংকর সেনাপতি পারার নিবাসী জহর দেববর্মার জমিতে গাছ কাটা বাবদ ১,৩৭,৮১,১০০ মূল্য ধার্য করা হয়েছে সরকারিভাবে। প্রশ্ন উঠছে প্রায় দেড় কানি জমিতে সুপারি এবং লেবু গাছ বাবদ এই বিশাল অংকের অর্থ কিভাবে সার্ভে রিপোর্টে আসতে পারে? এই বিশাল অংকের অর্থ স্পষ্ট জাহির করছে যারাই সার্ভের সাথে যুক্ত ছিল তারা সম্পূর্ণ অবৈধভাবে কোন না কোন ব্যক্তিকে অর্থ পাইয়ে দেওয়ার লক্ষ্যে অবৈধভাবে এই অর্থ রাশি সরকারের ঘরে দেখানো হয়েছিল। যাতে করে জমির মালিকের পাশাপাশি সার্ভের সাথে যুক্ত কর্মচারীরা মালামাল হয়ে যেতে পারে। একইভাবে লক্ষ্মী লোঙ্গা চা বাগান সংলগ্ন একটি আম বাগানের বাউন্ডারি ওয়াল রাস্তা নির্মাণের জন্য ভাঙ্গা হবে। যা সর্বসাকুল্যে ১৫০ থেকে ২০০ ফুট হবে। কিন্তু প্রথম সার্ভেতে এই বাউন্ডারি ওয়াল ৯০০ ফুট ভাঙ্গা হবে বলে দেখানো হয়েছে। এই দুটি ঘটনা থেকেই স্পষ্ট গোটা রাস্তা জুড়ে সার্ভের নামে কিধরনের ঘোটালা হয়েছে। যদিও বর্তমানে পুনরায় বিভিন্ন জায়গায় সার্ভে করার জন্য মোহনপুর মহকুমা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। সেই মোতাবেক বেশ কিছু জায়গায় পুনরায় সার্ভে শুরু করেছে মোহনপুর মহাকুমা প্রশাসন। শুক্রবার লেম্বু ছড়ায় জোহর দেববর্মার জমিতে গাছ বাবদ ১,৩৭,৮১,১০০ অর্থ রাশি ধার্য করার বিষয়টি পুনরায় সার্ভে করা হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে। যেকোনো সাধারণ মানুষ এই জমির উপর যে পরিমাণ গাছ রয়েছে তার সাথে এই বিশাল অংকের অর্থের কোন সাদৃশ্য নেই তার চোখে দেখি বলে দেবে। স্থানীয়দের দাবি মহকুমা প্রশাসন সঠিকভাবে সার্ভে করে অর্থ রাশির প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করুক। অন্যদিকে দাবি উঠছে পূর্বে যারা অবৈধভাবে কতিপয় ব্যক্তিকে বিশাল অংকের অর্থে পাইয়ে দেওয়ার জন্য ভুল সার্ভে রিপোর্ট তৈরি করেছিল তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow