আবারো বোধজং গার্লস স্কুলের ৩ ছাত্রী অসুস্থ
পূর্বের রেশ কাটতে না কাটতেই আবারো বোধজং গার্লস স্কুলের ছাত্রীরা অসুস্থ।
দ্যা ফ্যাক্ট :-বুধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে শিক্ষার্থীরা খাবার খেয়ে গুরুতর অসুস্থ হবার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে পুনরায় তিন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পরে। সঙ্গে সঙ্গে তাঁদের টঙনিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ তিন ছাত্রী।
বৃহস্পতিবার বোধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০জন ছাত্রী হোস্টেলের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে পুনরায় তিনজন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে জিবিপি হাসপাতালে। রাত্রিবেলা শিক্ষার্থীদের পেটে ব্যথা অনুভব হয় । এই উপসর্গ নিয়ে তাঁদেরকে ভর্তি করা হয় জিপিপি হাসপাতালে। অসুস্থ ছাত্রীরা হল রেশমি দেববর্মা, সোনালী দেববর্মা এবং রোশনি ত্রিপুরা। শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকরা ছুটে আসেন। তবে কি কারনে ছাত্রীরা অসুস্থ হচ্ছে সে বিষয়ে কোন কিছু বলতে পারছে না অভিভাবকরা। তবে ধারণা করা হচ্ছে হোস্টেলের খাবার খেয়েই ছাত্রীরা অসুস্থ হয়েছে। প্রশ্ন উঠছে এক হোস্টেল থেকে একের পর এক শিক্ষার্থীরা অসুস্থ হবার ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছেতো? এইভাবে ছাত্রীদের অসুস্থ হবার ঘটনায় অভিভাবকদের মনে চাঞ্চল্য বিরাজ করছে।
What's Your Reaction?