ধর্মীয় সৌজন্যতার মাইল ফলক দরগার মেলা,২৭ তারিখ উদ্বোধন

গাজী বাবার দরগা যথাযোগ্য মর্যাদায় বাঁচিয়ে রেখে নজির স্থাপন হিন্দু ভাগলপুরবাসীর।

Apr 26, 2024 - 02:49
Apr 26, 2024 - 02:50
 0  42
ধর্মীয় সৌজন্যতার মাইল ফলক দরগার মেলা,২৭ তারিখ উদ্বোধন
ভাগলপুরের দরকার মেলাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-ধর্মীয় সৌজনতা এবং ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম অধ্যায় ভাগলপুরের দরগার মেলা। এটি মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠাকে যুগের পর যুগ হিন্দু ধর্মাবলম্বী মানুষরা কিভাবে শ্রদ্ধা এবং ভক্তির সাথে বাঁচিয়ে রেখেছে তার দৃষ্টান্ত ভাগলপুরের দরকার মেলা। বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুরের দরগার মেলা আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সমাপ্ত হবে ২৯ তারিখ।

                     গোটা রাজ্যে একটি ঐতিহ্যবাহী এবং ব্যতিক্রমী মেলা হচ্ছে বামুটিয়া বিধানসভার অন্তর্গত ভাগলপুরের দরগার মেলা। এটি মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় প্রতিষ্ঠান এই দরগা। ভারত বাংলাদেশ বিভাজনের পর এই এলাকাতে একটি পরিবারও মুসলমান সম্প্রদায়ের নেই। কিন্তু মুসলমানদের এই ধর্মীয় প্রতিষ্ঠান টিকে যথাযোগ্য মর্যাদায় বাঁচিয়ে রেখেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। প্রতিদিন নিয়ম মেনে প্রদীপ প্রজ্জ্বলন, ধূপ দেওয়া এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড করে থাকে হিন্দু ধর্মের মানুষেরা। এই দর্গাকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রায় ৪৫ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন দেবজ্যোতি রায়। উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুভাষ সরকার, সম্পাদক সুভাষ সূত্রয্যধর সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow