আবারো উত্তপ্ত গোল চক্কর! আক্রমণ পাল্টে আক্রমণ ভাঙচুর দোকানপাট

গোল চক্করে উত্তেজনা কোনভাবেই নিম্নমুখী হবার নাম নিচ্ছে না।হামেসাই লেগে আছে আক্রমণ পাল্টে আক্রমণের ঘটনা। রবিবার রাতেও এই ধরনের আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Nov 9, 2025 - 23:56
Nov 10, 2025 - 08:35
 0  14
আবারো উত্তপ্ত গোল চক্কর! আক্রমণ পাল্টে আক্রমণ ভাঙচুর দোকানপাট
গোল চক্করে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আবারো উত্তপ্ত হলো গোল চক্কর। রবিবার রাতে দুই গোষ্ঠীর আক্রমণ পাল্টা আক্রমণে আহত হয়েছেন একাধিক জন। ভাঙচুর করা হয়েছে দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ ঘটনাস্থলে মজুদ হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ছুটে গেছেন বিধায়ক দীপক মজুমদার। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আগরতলা শহরের গোলচক্কর রীতিমতো এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে। কিছুদিন বাদে বাদেই এই গোল চক্কর এলাকায় মারামারি, আক্রমণ পাল্টা আক্রমণ, পত্রের আস্ফালন নিয়ে অভিযোগ করছে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের তরফে আরো কঠোর পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। সাম্প্রতিক কালে হুমকি প্রদানের মত ঘটনা সংঘটিত হচ্ছিল। শনিবার এই বিষয়ে পশ্চিম আগরতলা থানাতে একটি অভিযোগ দায়ের করা হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আগেই রবিবার রাতে ঘটে গেল আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা। 

অভিযোগ এই এলাকার ইফরান খান নামে এক যুবককে মারধর করেছে দুষ্কৃতীরা। তার পরিপ্রেক্ষিতে গোলচক্কর এলাকায় বেশকছু দোকানপাট, স্কুটি ভাঙচুর করা হয়। ঘটনা স্হলে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ময়দানে নামে। রাতে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার। যদিও পুলিশ ঘটনা স্হলে যাওয়ার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow