রাস্তার পাশে গাছের নিচে মূর্তি রাখার রীতি বদলানোর আহ্বান রতনের
দীর্ঘদিন যাবত রাস্তার পাশে মূর্তি রাখার রীতি পরিবর্তন করার উদ্যোগ নিলেন মন্ত্রী রতন লাল নাথ। নির্দেশ দিলেন প্রশাসনিক উদ্যোগ গ্রহণের।
দ্যা ফ্যাক্ট :- দিনের পর দিন রাস্তার পাশে ও গাছের নিচে হিন্দু দেবদেবীর মূর্তি ফেলে রাখার কুৎসিত পরিস্থিতির পরিবর্তনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। তার বিধানসভা এলাকায় এমন দৃশ্য যাতে না দেখা যায়, সে জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে মূর্তির বিসর্জন না হলে, নির্দিষ্ট একটি স্থানে মূর্তি রাখার ব্যবস্থার কথাও বলেছেন মন্ত্রী।
দেবদেবীর মূর্তি বা প্রতিমা পূজা শেষে রাস্তার পাশে বা গাছের নিচে ফেলে রাখা হয়। এবার মোহনপুরে এই বিষয়টির প্রতিবাদে সরব হলেন বিধায়ক ও মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, এই বিষয়টি দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লাগে। দীর্ঘদিনের এই দৃষ্টিকটু বিষয়টি পরিবর্তনের ডাক দিয়েছেন মন্ত্রী। মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী জানান, মোহনপুরের এসডিএম অফিস থেকে তারাপুর চৌমুহনি, বাইপাস রোডসহ বিভিন্ন প্রধান সড়কের পাশে কেউ যেন মূর্তি না রাখে, সে বিষয়ে প্রচার চালাতে হবে। পাশাপাশি যদি কোনো কারণে প্রতিমা বিসর্জনে বাধা থাকে, তবে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে যেখানে সমস্ত মূর্তি রাখা হবে। তিনি মহকুমা শাসককে মোহনপুর পুর পরিষদ এবং পঞ্চায়েত এলাকায় এই বিষয়ে সচেতনতা প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই মোহনপুর পুর পরিষদ বিভিন্ন রাস্তার পাশে রেখে যাওয়া প্রতিমাগুলো সংগ্রহ করে বিসর্জনের উদ্যোগ নিয়েছে। সচেতন মহলের দাবি, এই উদ্যোগ শুধু মোহনপুর বিধানসভায় সীমাবদ্ধ না রেখে সিমনা ও বামুটিয়া বিধানসভা এলাকাতেও বাস্তবায়ন করা হোক।
What's Your Reaction?