ত্রিপুরার রেল পরিষেবা সংক্রান্ত দাবি নিয়ে মালিগাঁওতে ডেপুটেশন CPI(M)-র
ত্রিপুরার রেলের পরিসেবা নিয়ে ১৫ টি দাবি করা হয় দপ্তরের জেনারেল ম্যানেজারের কাছে
দ্যা ফ্যক্ট:-ত্রিপুরার মানুষদের রেল সম্পর্কিত একগুচ্ছ দাবি নিয়ে মালিগাঁওতে উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম) দলের নেতৃত্বরা। মোট পনের দফা দাবির ভিত্তিতে ছিল এই ডেপুটেশন।
বামপন্থী সংগঠনগুলো ইতিমধ্যেই ভারতের ত্রিপুরার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত রেল পরিষেবা চালু করা এবং আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত রেলের সংখ্যা বৃদ্ধির দাবিতে আন্দোলন সংগঠিত করেছে রাজ্যে।
মঙ্গলবার মালিগাঁওতে ডেপুটেশন প্রদান করার পর রাজ্যের প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন পূর্বে যে পরিমাণ রেল আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত চলত বর্তমান সময়ে তা চলছে না। এছাড়া আগরতলা থেকে সাব্রুম ডেমো ট্রেন চালানো হচ্ছে। যার ফলে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যাত্রীরা প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন। কারণ এই ডেমো ট্রেন পাঁচ থেকে ছয়টি বগি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে।
তিনি দাবি করেন সাব্রুম থেকে আগরতলা, আগরতলা থেকে ধর্মনগর প্রতিদিন যাত্রীদের যাতায়াতের জন্য রেল সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই দাবিগুলো নিয়ে মালিগাঁওতে রেলের জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবের সাথে বিস্তারিত আলোচনা করেন সিপিআই(এম) নেতৃত্ব। আরো দাবি করা হয় রাজ্যে রেল দপ্তরের একটি রিক্রুটমেন্ট বোর্ড অথবা সেন্টার স্থাপন করার জন্য। এই ডেপুটেশনের পর দাবি গুলোর বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে উক্ত রেল আধিকারিক নীতিগত সমর্থন করেছেন বলে জানান শন্কর প্রসাদ দত্ত। তবে এই দাবিগুলো বাস্তবায়িত হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
What's Your Reaction?