বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ৩ অভিযুক্ত গ্রেফতার, সীমান্তে আটক অবৈধ সামগ্রী

ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তিন বাংলাদেশীকে গ্রেপ্তার করলো পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী।

Oct 20, 2024 - 23:08
 0  14
বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ৩ অভিযুক্ত গ্রেফতার, সীমান্তে আটক অবৈধ সামগ্রী
অবৈধ অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশীকে রবিবার আদালতে পাঠায় লেফুঙ্গা থানার পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- প্রতিদিন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ জারি রয়েছে ভারতে। লেফুঙ্গা থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযান চালিয়ে লেম্বুছড়া এলাকা থেকে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে অবৈধ সামগ্রী উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কোনভাবেই থামছে না। প্রতিদিন ভারতীয় সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ। লেম্বুছড়া থেকে আটক করা অবৈধ অনুপ্রবেশকারী অভিযুক্তরা হলেন মোহাম্মদ আলম মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া এবং মোহাম্মদ ইমন আলী। জানা গেছে, অভিযুক্তরা বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া টপকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। দেশের অভ্যন্তরে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে লেম্বুছড়ায় এসেছিল তারা। অবশেষে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, মোহনপুর বিওপি এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধ সামগ্রী বাংলাদেশে পাচারের সময় আটক করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আটককৃত সামগ্রীর বাজার মূল্য ৬৭,৫৭,৪০০ টাকা।

অন্যদিকে, হরিণাখোলা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় আরও ৫ জনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী। অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে সিধাই থানার পুলিশের হাতে। অভিযুক্তরা হলেন ভোজন রায়, সুদীপ রায়, সংগীতা রায়, পান্না রায় এবং পুন্য রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow