মোহনপুরে পথ চলা শুরু পাবলিক লাইব্রেরির, স্বপ্নপূরণ বইপ্রেমীদের

২০১৫ সালে মোহনপুরে একটি লাইব্রেরী স্থাপনের স্বপ্ন দেখেছিল ইনফোকাস নামক সামাজিক সংস্থা। তার বাস্তবায়ন হলো আজ।

Nov 6, 2024 - 23:05
Nov 7, 2024 - 00:05
 0  19
মোহনপুরে পথ চলা শুরু পাবলিক লাইব্রেরির, স্বপ্নপূরণ বইপ্রেমীদের
মোহনপুরে নব নির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বইপ্রেমী মানুষদের অপেক্ষার অবসান ঘটিয়ে মোহনপুরের পথচলা শুরু হলো পাবলিক লাইব্রেরির। বুধবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী রতনলাল নাথ। আহ্বান জানালেন বইকে বন্ধু বানাতে ও নিয়মিত বই পড়তে।

মোহনপুরে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করার দাবি উঠেছিল বহুদিন আগে। ২০১৫ সালে ইনফোকাস নামক একটি সামাজিক সংস্থা লিখিতভাবে মোহনপুর পুর পরিষদের তৎকালীন চেয়ারম্যান সুভাষ দেবনাথ এবং মহকুমা শাসক ডক্টর শৈলেন যাদবের নিকট দাবি জানিয়েছিল মোহনপুরে একটি লাইব্রেরি স্থাপন করার জন্য। কিন্তু সেই দাবির পূরণ হয়নি। অবশেষে মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপে মোহনপুরে স্থাপিত হলো পাবলিক লাইব্রেরি। বুধবার ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। সরকারিভাবে বহু বই এখানে আনার পাশাপাশি বিভিন্ন লেখক, প্রকাশকরা প্রথম দিনেই বই প্রদান করেছেন এই লাইব্রেরিতে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "একটি কলম, একটি বই এবং একটি মানুষ গোটা পৃথিবী বদলে দিতে পারে"। মন্ত্রী আহ্বান জানান সমাজ, রাজ্য এবং দেশ পরিবর্তন করতে গেলে একমাত্র বই আমাদের ভরসা। এলাকার প্রত্যেকটি নাগরিককে এই পাবলিক লাইব্রেরিতে এসে বই পড়ার জন্য আহ্বান করেছেন মন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, লেফুঙ্গা বিডিসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow